রোববারের আলাপন- ৫২তম বেইজিং ওপেন হাফ ম্যারাথন পার্ক রান প্রতিযোগিতা শুরু
2023-04-09 20:15:34

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ ও আকাশ।


বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা অব্যাহতভাবে মাদাম লি তং চুয়ের গল্প আপনাদেরকে জানাবো।

২০১৫ সাল তিনি ও তার বন্ধু একযোগে হাই নানের সান ইয়া সাইকেল চালিয়ে ভ্রমণ করেছেন। তার পরের বছর তিনি তার তিব্বতে সাইকেলে ভ্রমণ শুরু করেন। সেই বছর তিনি সাইকেলে করেই সিনচিয়াং ও ছিং হাই যান। ধীরে ধীরে তিনি তার ‘ভাল বন্ধু’ বাইকের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন এবং বিশ্বভ্রমণ শুরু করেন।


শ্রীলঙ্কা, রাশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, ফ্রান্স, ক্রোয়েশিয়া, মোনাকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড...এভাবে এ পর্যন্ত তিনি দক্ষিণপূর্ব এশিয়া, ওশেনিয়া ও ইউরোপের মোট ১৪টি দেশে গিয়েছেন। এর মধ্যে ১২টি দেশে তিনি সাইক্লিং করে ভ্রমণ করেছেন। ভ্রমণে তিনি নানা রকম বিপদের মুখে পড়েছিলেন, সবচেয়ে সুন্দর দৃশ্যও উপভোগ করেছিলেন। তিনি তার ভ্রমণের ছবি ও ভিডিও চিত্র ধারণ করেছেন এবং ইন্টারনেটে তা আপলোড করেছেন। তিনি তার আনন্দ ও অভিজ্ঞতা আরো বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চান।


তিনি বলেন, এসব ভ্রমণে তিনি অনেক সমস্যার সম্মুখীন হলেও, তিনি অনেক সাহায্য পেয়েছেন। তিনি জানান, একবার অস্ট্রেলিয়ায়, একজন নারী গাড়িতে তাঁকে শতাধিক কিলোমিটারের দূরে যেতে সাহায্য করেছেন; আরেকজন তরুণ ছিলেন। তাঁর বাইক নষ্ট হয়েছিল। তিনি তাঁর বাইক মেরামত করেছেন।


লি তং চু বলেন, তার ভ্রমণের সব টাকা তিনি খণ্ডকালীন কাজ ও পেনশন থেকে পেয়েছেন। তাঁর আর বেশি টাকা নাই। টাকা সঞ্চয় করার জন্য তিনি তাঁবুতে ঘুমিয়েছেন এবং সুপারমার্কেট বন্ধের সময় সেখান থেকে বিভিন্ন ছাড়ে খাবার কিনেছেন। তিনি ইংরেজি বলতে পারেন না। তবে, মোবাইল এপিপি দিয়ে অনুবাদ করে তিনি অন্য মানুষের সঙ্গে যোগাযোগ করতেন।


৮ বছর ভ্রমণের কথা স্মরণ করে তিনি বলেন, আগে তিনি অবসাদ ও বিষণ্ণতা রোগের জন্য ওষুধ খেতেন। এ ছাড়া, চিকিত্সকও বলেছেন, তাঁর বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ (senile dementia) কিছু লক্ষণ রয়েছে। এসব রোগ তার জন্য কষ্টের কারণ হয়েছে। তিনি অনেক দুঃখ-বেদনা সহ্য করেছেন। সাইক্লিং শুরু করার পর, যদিও শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে; তবে, তাঁর মন অনেক খুশি হয়। আগের সব মন খারাপ করা বিষয় তিনি এখন মোকাবিলা করতে পারেন। পরবর্তীতে তিনি আবারও সারা চীন ভ্রমণ করতে চান। তিনি আফ্রিকাতেও যেতে চান, অব্যাহতভাবে তার বিশ্ব ভ্রমণের স্বপ্ন পূরণ করতে চান। এ ছাড়া তিনি তাঁর অভিজ্ঞতাগুলো লিখতে চান। বই প্রকাশিত হলে, সে বই বিক্রির অর্থ দিয়ে তিনি গ্রামাঞ্চলের গরীব ছেলেমেয়েদের সাহায্য করতে চান। 


তৌহিদ ভাই, আমাদের আজকের নারী একজন খুবই সাধারণ কিন্তু মহান উচ্চতার মানুষ! আমি তার গল্প থেকে অনেক শক্তি পেয়েছি। আপনার কেমন লাগলো?

তৌহিদ:...

সংগীত


বন্ধুরা, সম্প্রতি ৫২তম বেইজিং ওপেন হাফ ম্যারাথন পার্ক রান প্রতিযোগিতা শুরু হয় বেইজিং শীতকালীন অলিম্পিক পার্কে। আট শতাধিক দৌড়বিদ এতে অংশগ্রহণ করেছেন এবং একযোগে দৌড়ানোর আনন্দ ভাগাভাগি করেছেন।


পরিকল্পনা অনুসারে, ২০২৩ সালের প্রথম অর্ধেক বছরে, চীনে মোট ১৩৩টি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মধ্যে পূর্ণ ম্যারাথন প্রতিযোগিতার পরিমাণ হবে ৬১টি। আর ২৬ মার্চে চীনে পূর্ণ ম্যারাথন ও হাফ মারাথ্যনের পরিমাণ ছিল ২৬টি, তিন লাখেরও বেশি দৌড়বিদ ভক্ত সেদিন দেশে ম্যারাথন প্রতিযোগিতায় একযোগে দৌড়ায় ও আনন্দ উপভোগ করে।


তৌহিদ ভাই, আমিও দৌড়ানো অনেক পছন্দ করি। আমাদের আশেপাশের লাওসান পার্কে আমি নিয়মিত দৌড়াই। কখনও ৩ কিলোমিটার, কখনও ৬ কিলোমিটার দৌড়াই। আমি জানি আপনিও দৌড়, হাইকিং ও সাইক্লিং অনেক পছন্দ করেন। আপনিও চীনের এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এ বিষয়ে আপনার কিছু অভিজ্ঞতা আমাদের বলুন।

তৌহিদ:...

(আকাশ/তৌহিদ)