আজকের ঊর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন মোঃ নুরুল ইসলাম। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের একজন অনুষদ সদস্য। গবেষক হিসেবে তার দশ বছরের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি পিএইচ.ডি ডিগ্রী অর্জনের জন্য চীনের নানচিং বিশ্ববিদ্যালয়ের তথ্য ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়ন করছেন ।
জনাব ইসলাম ডকুমেন্টেশন, ইনডেক্সিং, অ্যাবস্ট্রাক্টিং, অর্গানাইজেশন অফ নলেজ, রেকর্ড অ্যান্ড আর্কাইভস ম্যানেজমেন্ট, কম্পিউটার-ভিত্তিক তথ্য ব্যবস্থাপনা, এবং ডিজিটাল লাইব্রেরির মতো ক্ষেত্রে শিক্ষাদান ও গবেষণায় একজন বিশেষজ্ঞ। তিনি পটুয়াখালীতে “পটুয়াখালী কলেজ অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স” নামে লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান কার্যক্রম চালু করেছেন। উপরন্তু, তিনি গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞানের প্রশিক্ষণার্থী হিসাবে, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, ভারত, সৌদি আরব, মালদ্বীপ, চীন এবং মালয়েশিয়ার মতো বিভিন্ন দেশ সফর করেছেন।
২০২২ সালে জনাব ইসলাম জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হু’র বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে একজন বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি বিভিন্ন বৃত্তি, পুরস্কার, সম্মাননা পেয়েছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।