চীনা গায়িকা আ সি
2023-04-06 11:26:41

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম আ সি। তিনি ১৯৮৯ সালে চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি গান রচনা করা শুরু করেন এবং অনলাইনে তার নিজের গাওয়া গানগুলো প্রকাশ করতে থাকেন। ২০১১ সাল আ সি’র প্রথম গান ‘আমি রেনমিন মহাচত্বরে ভাজা মুরগি খাই’ মুক্তি পায়। গানটি তখনকার চীনা তরুণদের বাস্তব জীবনের প্রতিফলন, যা দ্রুত তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এই গান থেকে লোকজন আ সি-কে জানতে পারে। এভাবে তার পেশাদার সংগীত-জীবনও শুরু হয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে শুনুন আ সি’র জনপ্রিয় গান ‘আমি রেনমিন মহাচত্বরে ভাজা মুরগি খাই’।গান ১

 

২০১২ সালে আ সি সংগীত কোম্পানিতে যোগ দেন এবং পরের বছর তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘উদ্দেশ্যমূলকভাবে তোমার সঙ্গে দেখা হয়েছে’ প্রকাশ করেন। অ্যালবামের গানগুলোতে প্রধানত তরুণদের জীবন, কষ্ট ও প্রেমের কথা বলা হয়েছে। যেমন, অ্যালবামের প্রধান গান ‘উদ্দেশ্যমূলকভাবে তোমার সঙ্গে দেখা হয়েছে’। এতে বলা হয়- একটি মেয়ে একটি ছেলেকে পছন্দ করে। নিজের মনের কথা তাকে জানানোর আগে মেয়ের অনুভূতি ও চিন্তাভাবনা। গানের সহজ কথা ও কোমল সুরে অনেকের একই অনুভূতি তৈরি হয়। বন্ধুরা, এখন এই সুন্দর গান - ‘উদ্দেশ্যমূলকভাবে তোমার সঙ্গে দেখা হয়েছে’ শুনুন।গান ২

 

পেশাদার সংগীত প্রশিক্ষণ না নেওয়ার কারণে আ সি’ রচিত গান মানুষদেরকে মুক্ত ও দারুণ অনুভূতি দেয়। যা মানুষের জীবনের খুব কাছাকাছি। ‘উদ্দেশ্যমূলকভাবে তোমার সঙ্গে দেখা হয়েছে’ অ্যালবামের জন্য তিনি চীনের শ্রেষ্ঠ বার্ষিক ব্যালাড গায়িকা ও ‘আবিলু সংগীত অ্যাওয়ার্ডের’ বার্ষিক জনপ্রিয় গায়িকার পুরস্কার পান। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো সেই অ্যালবামের আরেকটি জনপ্রিয় গান ‘তুমি আসা পর্যন্ত’।গান ৩

 

২০১৪ সালে আ সি চীনে কনসার্ট ট্যুর আয়োজন করেন। ২০১৬ সালে তিনি তার দ্বিতীয় অ্যালবাম ‘আমার মূর্খ আদর্শবাদ’ প্রকাশ করেন। অ্যালবামে তিনি অস্বাভাবিক দৃষ্টিকোণ থেকে শহরে মানুষদের আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তুলে ধরেন। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে তিনি চীনের তাইওয়ানের জনপ্রিয় গায়ক লিন ইয়ো চিয়া’র সঙ্গে গাওয়া একটি সুন্দর গান ‘দেরী হওয়া তুমি’। গানে নতুন যুগে প্রেমের বিষয়ে মেয়েদের ধারণা তুলে ধরা হয়। গানটি ২০১৭ সালে ‘আবিলু সংগীত অ্যাওয়ার্ডের’ জনপ্রিয় গানের পুরস্কার পায়। বন্ধুরা, এখন গানটি শুনুন।গান ৪

 

২০২১ সালে আ সি নতুন অ্যালবাম ‘এমন মানুষ হয়ে লজ্জার দরকার নেই’ প্রকাশ করে। অ্যালবামের প্রধান বিষয় হল ‘বড় হওয়া’। প্রতিটি মানুষ বড় হবে, পরিপক্ব হবে, আর হয়তো এ ধরনের মানুষ হয়ে উঠবে যে- ছোটবেলা পছন্দ করতো না। কিন্তু আ সি গানে লিখেন এমন ধরনের মানুষ হলেও এজন্য দুঃখ বা লজ্জা লাগবে না, জীবন আমাদের কল্পনার মত চলবে না। যে কোনো ধরনের মানুষ হক না কেন, নিজেকে অকপটে গ্রহণ করলে পরিণতি আরো ভালো হয়। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে আ সি ও জনপ্রিয় গায়িকা কুও ছাই চিয়ের সঙ্গে গাওয়া একটি জনপ্রিয় গান ‘পৃথিবীতে অন্য আমি’।গান ৫

 

বন্ধুরা, এখন আমরা সেই অ্যালবাম থেকে আ সি’র অন্য একটি সুন্দর গান শুনবো, গানের নাম ‘যদিও, তবুও’। গানের মাধ্যমে তিনি জীবন সম্পর্কে তার কিছু চিন্তাভাবনা তুলে ধরেন। গানে তিনি লিখেছেন: যদিও বড় হয়েছি, তবুও শিশুর মত কাঁদতে পারি, স্বপ্ন অনুসরণ করতে পারি, কারণ জীবন তো একটা। গানের কথাগুলো সহজ হলেও শুনে মানুষ শক্তি ও উত্সাহ পায়। বন্ধুরা, এখন আ সি’র গান ‘যদিও, তবুও’ শুনুন।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায় আমরা একসঙ্গে আ সি’র আরেকটি সুন্দর গান ‘সাধারণ জীবন’ শুনবো, আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।