এপ্রিল ৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) বিকেলে বেইজিংয়ে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার পর যৌথ সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছেন।
সাংবাদিক সম্মেলনে সি চিন পিং বলেন, শান্তি সংলাপ বেগবান এবং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানে অবিচল থাকবে চীন। ফ্রান্সের সঙ্গে মিলে আন্তর্জাতিক সমাজের প্রতি সংযম বজায় রেখে সংকটের অবনতি না ঘটনার দাবি জানাতে চায় চীন।
এ ক্ষেত্রে পরমাণু অস্ত্রের ব্যবহার না-করা এবং পরমাণু যুদ্ধ না চালানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে রাসায়নিক ও জৈব অস্ত্র রোধের দাবিও জানান তিনি।
(রুবি/এনাম/লাবণ্য)