যৌথ সাংবাদিক সম্মেলনে সি, ম্যাক্রোঁ
2023-04-06 19:23:26

এপ্রিল ৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বেইজিংয়ে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

সাংবাদিক সম্মেলনে সি চিন পিং বলেন, ‘প্রেসিডেন্ট ম্যাক্রোঁ চীনের ‘দুই অধিবেশনে’র পর চীন সফরে আসা কোনো প্রথম ইউরোপীয় দেশের প্রধান। আমরা বন্ধুত্বপূর্ণ ও গভীরভাবে বৈঠকে মিলিত হয়েছি এবং একমত হয়েছি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য, দুটি স্বাধীন বড় দেশ, বিশ্বের বহুমেরুকরণ এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নকে বেগবানকারী হিসেবে দু’দেশের উচিত স্থিতিশীল, কল্যাণকর, উদ্ভাবনশীল এবং ইতিবাচক চীন-ফ্রান্স সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের পথে এগিয়ে চলা, যাতে চীন-ইউরোপ সম্পর্কের নতুন পরিবেশ সৃষ্টি করা যায়।’

 

তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা, পারস্পরিক কল্যাণে অবিচল থাকা, সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার এবং পরস্পরকে সমর্থন এবং বিশ্বব্যবস্থার সুবিন্যাস করার বিষয়ে আমরা একমত হয়েছি।’

 

(রুবি/এনাম/লাবণ্য)