১৫ মিনিটের সহজ জীবন
2023-04-05 15:51:36

আবাসিক এলাকায় কেবল ১৫ মিনিট হেঁটে জীবনের চাহিদা মেটানো গেলে কেমন হয়? সাম্প্রতিক বছরগুলোতে চীনে সাধারণ মানুষের জন্য ১৫ মিনিটের সুবিধাজনক জীবন গড়ে তোলা হচ্ছে।

 

ভোরে একটি কমিউনিটির সামনে স্থায়ী একটি নাস্তার ট্রাক থাকে। কমিউনিটির বাসিন্দা পাই চেন ই কিউ আর কোড স্ক্যান করে নাস্তা নিয়ে গেলেন। তারপর তিন মিনিট হেঁটে তিনি কমিউনিটির স্বাস্থ্য সেবা কেন্দ্রে তার স্ত্রীর মেডিকেল রিপোর্ট নিয়ে যান। তারপর তিনি রাস্তার অন্যদিকে একটি কাঁচা বাজারে গিয়ে কেনাকাটা করেন। আটষট্টি বছর বয়সী পাই চেন ই কেবল ১৫ মিনিট হেঁটে তার প্রয়োজনীয় সব কাজ শেষ করতে পেরেছেন।

 

২০২১ সাল থেকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং আবাসন, নগর ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে বাসিন্দাদের জন্য ১৫ মিনিটের হাঁটার ব্যবধানে দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা পূরণের এমন একটি ব্যবসায়িক এলাকা তৈরি করা হয়। এ পর্যন্ত  চীনের ৮০টি পরীক্ষামূলক এলাকায় এমন ১৪০২টি কমিউনিটিতে সুবিধাজনক জীবন জোন তৈরি করা হয়েছে। তাতে অন্তর্ভুক্ত হয়েছে ২.৮ লাখ বাণিজ্যিক আউটলেট, ২৭৬৬টি কমিউনিটি এবং ৩.২ লাখের বেশি বাসিন্দা।

 

আটচল্লিশ বছর বয়সী সি সিয়াও চুন পেশায় একজন দর্জি। তিনি আগে আন হুই প্রদেশের হ্য ফেই শহরের একটি রাস্তার পাশে ব্যবসা করতেন। কমিউনিটি পুনরুদ্ধার  ও সংস্কারের কারণে রাস্তাটি ফুড স্ট্রিটে পরিণত হয়েছে এবং সির মতো ছোট ব্যবসায়ীরা ব্যবসা করার জায়গা হারান। কমিউনিটি তার অবস্থা জানতে পেরে তাকে নতুন একটি জায়গা সরবরাহ করেছে। নতুন স্থানটি বাজার ও সুপার মার্কেটের কাছে অবস্থিত। তাই আসা-যাওয়ার পথে অনেক মানুষের দেখা মিলে। পাশাপাশি, তার ভাড়াও মওকুফ করেছে কমিউনিটি।

 

মোবাইল ফোন খুলে সুবিধাজনক জীবন নামে একটি অ্যাপে চারপাশের সব সুবিধাজনক দোকান, কাঁচা বাজার, সুপার মার্কেট ও মেরামত দোকান পাওয়া যায়। পাশাপাশি, অনলাইনে ওই সব দোকানের মালিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাসিন্দারা।

 

শাংহাই শহরের একটি আবাসিক এলাকায় একটি প্রবীণ সেবা কেন্দ্র রয়েছে। সেখানে রয়েছে বাথরুম, চিকিৎসা রুমসহ নানা সুবিধা। এ কেন্দ্র ব্যবস্থাপনা করছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। শাংহাইতে তারা ৩০০টি কমিউনিটির জন্য এমন সেবা প্রদান করে। সেখানকার ৪০ শতাংশের বেশি লোকসংখ্যা প্রবীণ। কোম্পানির ব্যবস্থাপনা ম্যানেজার রেন ইয়ান জানিয়েছেন, প্রবীণদের সেবা প্রদান পেশাদার একটি কাজ। তার কর্মীদের নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে এবং নানা ধরনের সেবা প্রদান করতে জানতে হবে। তাই সরকারের সাহায্যে কোম্পানি প্রশিক্ষণ প্রদান করে এবং নানা সম্পদ বয়ে আনতে একটি পেশাদার প্রবীণ সেবা প্ল্যাটফর্ম তৈরি করেছে।

 

চলতি বছর ১৫ মিনিটের সুবিধাজনক জীবন সরকারি কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ জীবিকা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এ প্রকল্প চালু হয়েছে মাত্র ২ বছর। তাই উন্নয়নের অবকাশ অনেক বেশি। ভবিষ্যতে এ প্রকল্প অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ, জীবিকা সেবা নিশ্চয়তা, ভোগ জোরদার ও কর্মসংস্থান সৃষ্টিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। (শিশির/এনাম/রুবি)