ছিং মিং উৎসবে জাতীয় বীরদের প্রতি চীনের প্রেসিডেন্টের বিনম্র শ্রদ্ধা
2023-04-05 18:42:02

 

এপ্রিল ৫: আজ (বুধবার) চীনের ঐতিহ্যবাহী ছিং মিং উৎসব। এ উৎসবে চীনারা তাদের পূর্বপুরুষ ও জাতীয় বীরদের স্মরণ করেন। চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেসের পর থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বহু গুরুত্বপূর্ণ ভাষণে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং তাদের ইতিহাস স্মরণ করে লাল রঙের জিন রক্তে মিশ্রিত করার নির্দেশনা দিয়েছেন, যাতে লাল রঙের চেতনা পরিশ্রমের শক্তিতে পরিণত হয়। আজকের সংবাদ পর্যালোচনায় শুনুন বিস্তারিত।

সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে নানা স্থান পরিদর্শনের সময় সি চিন পিং তাৎপর্যপূর্ণ বিপ্লবী স্থান, লাল পুরাকীর্তি এবং বিপ্লবী ও ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থানে সিপিসি’র দুর্যোগ কাটিয়ে ওঠার কথা স্মরণ করেন। সি চিন পিং এক সময় বলেছিলেন, যখনই তিনি স্মৃতিবিজড়িত স্থানে যান, তখনই তিনি অনেক অনুভূতি নিয়ে ফিরে আসেন।

 

তিনি বলেন,“লাল শাসন কোথা থেকে এসেছে? লাখ লাখ বীরদের রক্তের বিনিময়ে তার জন্ম হয়েছে। তাই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হবে। আমরা এসব স্থানে বিপ্লবের ইতিহাস স্মরণ করতে আসি এবং লাল ঐতিহ্য গ্রহণ করি। এমনকি সব সময় এ সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে হবে এবং প্রতিবারই নতুন কিছু অনুভব করতে হবে।”

 

সাতাশি বছর আগে সিপিসি’র নেতৃত্ব চীনের শ্রমিক ও কৃষক লাল বাহিনী নানা দুর্যোগ কাটিয়ে উঠে ২৫০০০ মাইল পথের লং মার্চ সম্পন্ন করেছে। এ মহান কর্মকাণ্ড চীনের বিপ্লব ও চীনা জাতির ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়েছে। সি চিন পিং বেশ কয়েকবার লং মার্চ’র স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেছেন।

 

তিনি বলেন,লং মার্চ খুব কষ্টকর ছিল। প্রায় মরিয়া অবস্থায় পুনর্জীবিত হয়েছে। আকাশচুম্বী বিপ্লবী আদর্শের ভিত্তিতে অবশেষে এ বিস্ময় সৃষ্টি করেছে লাল বাহিনী। তাই আজ আমি এখানে এসে সকল চীনাদের জানাতে চাই যে সিপিসি কখনো যাত্রাটির শুরুর সংকল্প ভুলে যাবে না। নিখিল চীনের সকল লোকদের উচিত শুরুর সংকল্প, বিপ্লবী নীতি ও আদর্শ, আমাদের বিপ্লবী পূর্বপুরুষ ও বীরদের এবং আমাদের গ্রামবাসী ভাইবোনদের কথা ভুলে না যাওয়া।”

 

নানা ইভেন্টে ভাষণ দেওয়ার সময় সি চিন পিং গভীর আবেগ নিয়ে জাপানের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে নিজের ছেলেকে পাঠানো বীর মা তেং ইয়ু ফেং’র গল্প, লং মার্চের অর্ধেক বেল্ট, অর্ধেক কম্বলসহ নানা মনোমুগ্ধকর গল্প শুনিয়েছেন।

 

তিনি বিশেষভাবে তুলে ধরেন,“লাল জিন ধরে রাখতে হবে। আমাদের স্কুল, বিশেষ করে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রচার জোরদার করতে হবে। আমাদের উচিত নয় পূর্বপুরুষদের কথা ভুলে যায় এমন লোককে শিক্ষা দেওয়া। এ ক্ষেত্রে শিক্ষাদান জোরদার করতে হবে। চীনা জাতি দাঁড়িয়ে থাকা থেকে সমৃদ্ধ হয়ে অবশেষে শক্তিশালী হয়ে উঠেছে। এটি একটি বিস্ময় সৃষ্টির প্রক্রিয়া। তাই উত্তর প্রজন্মকে এ প্রক্রিয়া মনে রাখতে হবে।”

 

সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসে সার্বিকভাবে সমাজতন্ত্রের আধুনিক দেশ গঠনের নকশা করা হয়েছে। এ কংগ্রেস সম্পন্নের পরই সি চিন পিং সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর নতুন সদস্যদের নিয়ে সায়ান সি প্রদেশের ইয়ান আন পরিদর্শন করেন। তাঁরা বিপ্লবের সময় সিপিসি’র কেন্দ্রীয় কমিটির মহান কর্মকাণ্ড স্মরণ করেন এবং নতুন দলীয় নেতৃবৃন্দদের লাল জিন ও রক্ত এবং পরিশ্রমী চেতনা ধরে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

আরও ভালোভাবে অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ছিং মিং উত্সবকালে বীর ও বিপ্লবীদের স্মরণ করা হয় চীনে।

 

ঠিক যেন সি চিন পিং বলেছিলেন,“আকাশ ও মাটিতে হাজার বছর ধরে বীরদের আত্মা অস্তিত্বমান। বীরেরা না-থাকলে একটি জাতি আশাহীন হয়। অগ্রদূত না-থাকলে একটি দেশ ভবিষ্যতমুখী হয় না। যুদ্ধবিরোধী বীরদেরসহ সকল জাতীয় বীরেরা চীনা জাতির মেরুদণ্ড। তাদের চেতনা ও কর্মকাণ্ড সব সময় আমাদের অগ্রযাত্রার প্রবল শক্তি।”

(রুবি/এনাম/লাবণ্য)