ছিং মিং উৎসব
2023-04-05 15:53:26

ছিং মিং হল চীনা চন্দ্রপঞ্জিকার চব্বিশটি সৌর পদের একটি এবং বসন্তকালের পঞ্চম সৌর পদ। যখন সূর্য হলুদ দ্রাঘিমাংশের ১৫ ডিগ্রিতে পৌঁছাবে, তখনই অনুষ্ঠিত হয় ছিং মিং। ছিং মিং উৎসবের সময় "বাতাস পরিষ্কার এবং দৃশ্য উজ্জ্বল এবং সবকিছু দৃশ্যমান" থাকে। তাই এর নামকরণ করা হয়েছে ছিং মিং। এটি প্রকৃতির পরিবর্তনকে প্রতিফলিত করে। এই ঋতুতে সূর্য উজ্জ্বলভাবে জ্বলছে, গাছপালা অঙ্কুরিত হচ্ছে এবং ফুলগুলোও পূর্ণ প্রস্ফুটিত হয়েছে। সব মিলিয়ে প্রকৃতিতে একটি প্রাণবন্ত দৃশ্য দেখা যাচ্ছে। চীনের দক্ষিণাঞ্চলের দৃশ্যাবলী এই সময়ে উজ্জ্বল হয়; উত্তরে তুষার হারাতে শুরু করে, তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বসন্ত মনোরম হয়।

 

ছিং মিং সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ৪ থেকে ৫ এপ্রিল তারিখের মধ্যে পরিবর্তিত হয় এবং একটি নির্দিষ্ট দিনে স্থির করা হয় না। তবে, ৫ই এপ্রিল সবচেয়ে সাধারণ। ছিং মিং উৎসব হল একটি দিন। এটি লোকেদের কবর পরিদর্শন এবং পূর্বপুরুষদের উপাসনা করার দিন।

 

ছিং মিং উৎসব, বসন্ত উৎসব, তুয়ান উ উৎসব ও মধ্য শরত উৎসব হল চীনের বৃহত্তম চারটি ঐতিহ্যিক উৎসব। চীন ছাড়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরও ছিং মিং উৎসব পালন করে।

 

ছিংমিং উৎসবের বিশেষ খাবারও আছে। উত্তর চীনে এ দিনটিকে কোল্ড খাবারের দিন বলে ডাকা হয়। হান রাজবংশ আমলে কোল্ড খাবারের দিনকে ধূমপানমুক্ত উৎসব বলে অভিহিত করা হতো। কারণ এই দিনে সাধারণ মানুষকে আগুন জ্বালানোর অনুমতি দেওয়া হতো না এবং রাতে প্রাসাদে মোমবাতি জ্বালানো হতো। আর দক্ষিণ চীনে ছিং থুয়ান নামে একধরনের খাবার খাওয়া হয়। বিভিন্ন পূরক-পদার্থসহ আঠালো চাল দিয়ে তৈরি করা হয় এ খাবার। ছিং মানে সবুজ রঙ। তাই এ খাবারের রঙও সবুজ।

 

খাবার ছাড়া এ দিন নানা অনুষ্ঠান  আয়োজন করে চীনারা।  যেমন: ভ্রমণ, গাছ রোপণ, ঘুড়ি উড়ানো, পূর্বপুরুষদের পূজা ইত্যাদি। (শিশির/এনাম/রুবি)