আজকের টপিক: চীনের একীকরণে কেউ বাধা দিতে পারবে না
2023-04-05 06:36:36


চীনের তাইওয়ান অঞ্চলের প্রধান ছাই ইং ওয়েন ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত গুয়াতেমালা ও বেলিজ যাওয়ার পরিকল্পনা করেছে। সে যুক্তরাষ্ট্রে ‘ট্রানজিট বা যাত্রা-বিরতি’ করবে। আজ আমরা এ বিষয়ে আলাপ করব।