চীনের ডিজিটাল অর্থনীতির উন্নয়ন প্রসঙ্গে
2023-04-04 11:21:31

এপ্রিল ৪: সম্প্রতি ‘ডিজিটাল চীন গড়ার সামষ্টিক কার্যক্রম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গতকাল (সোমবার) সকালে চীনের রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস প্রিফিংয়ে জাতীয় ইন্টারনেট তথ্য-কার্যালয়ের প্রধান বলেন, চীনের ডিজিটাল অর্থনীতির অবস্থান বিশ্বে দ্বিতীয় এবং এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

২০২২ সালে ‘ডিজিটাল চীন’ গড়ার কাজে নতুন অগ্রগতি অর্জিত হয়। জাতীয় ইন্টারনেট তথ্য-কার্যালয়ের উপ-মহাপরিচালক ছাও সু মিন বলেন, চীনের ডিজিটাল অবকাঠামো নির্মাণের অংশ হিসেবে ইতোমধ্যেই, জেলা পর্যায়ে ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপিত হয়েছে এবং গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড সেবা পৌঁছে গেছে। চীন এখন বিশ্বের প্রথম দেশ, যেখানে মোবাইল-ইন্টারনেটে ব্যবহারকারীর সংখ্যা মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যার চেয়ে বেশি। এ সম্পর্কে তিনি বলেন,

“২০২২ সালের শেষ দিকে দেশে ফাইভ-জি বেস স্টেশনের সংখ্যা ছিল ২৩ লাখ ১০ হাজার। এ সময় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যাকে ছাড়িয়ে যায়, যা বিশ্বে প্রথম।”

তিনি আরও বলেন, চীনের ডিজিটাল অর্থনীতির অবস্থান বিশ্বে দ্বিতীয়। দেশের ডিজিটাল শিল্পের ব্যাপকতাও স্থিতিশীলভাবে বাড়ছে। এ সম্পর্কে তিনি বলেন,

“২০২২ সালে ইলেক্ট্রোনিক তথ্যশিল্পের অপারেটিং আয় ছিল ১৫.৪ ট্রিলিয়ন ইউয়ান এবং সফটওয়্যার শিল্পের আয় প্রথমবারের মতো ১০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে দাঁড়ায় ১০.৮ ট্রিলিয়ন ইউয়ানে। তা ছাড়া, কৃষি শিল্পে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে ২৫ শতাংশ; ইন্টারনেটে পণ্যের খুচরা বিক্রয়ের পরিমাণ দাঁড়িয়ে মোট বিক্রির ২৭.২ শতাংশে, যা একটি নতুন রেকর্ড।”

ডেটা আউটপুটের দিক দিয়েও চীনের অবস্থান বিশ্বে দ্বিতীয়। গেল বছর তথ্য আদান-প্রদান খাতে অগ্রগতি অর্জিত হয়েছে। ইতোমধ্যে, চীনের ২০৮টি প্রাদেশিক ও শহর পর্যায়ের স্থানীয় সরকার অনলাইনে সরকারি তথ্যের উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরী করেছে। অনলাইনে পরিষেবা সূচকে চীন বিশ্বে শীর্ষে রয়েছে। ছাও আরও বলেন, চীনে ডিজিটাল ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে ব্যাপক মতৈক্য গড়ে উঠেছে। তিনি বলেন,

“চীনের উদ্যোগে ‘জি-টোয়েন্টি ডিজিটাল নব্যতাপ্রবর্তন সহযোগিতা কার্যক্রম পরিকল্পনা’ উত্থাপিত হয়েছে; ‘ব্রিক্স দেশগুলোর ডিজিটাল অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক কাঠামো’ সৃষ্টি হয়েছে; এবং ‘হাতে হাত রেখে সাইবার খাতে অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত হয়েছে।”

বস্তুত, সাম্প্রতিক বছরগুলোতে, চীনে ডিজিটাল অর্থনীতি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। ডিজিটাল অবকাঠামো নির্মাণকাজে লক্ষণীয় উন্নয়ন ঘটেছে; ডিজিটাল শিল্পে নব্যতাপ্রবর্তনের হার বেড়েছে; ডিজিটাল প্রযুক্তি ও বাস্তব অর্থনীতির মধ্যে সংযোগ আরও মজবুত হয়েছে; এবং গণ-পরিষেবার ডিজিটালাইজেশান গভীরতর হয়েছে। ডিজিটাল অর্থনীতি খাতে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার হয়েছে।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির নব্যাতাপ্রবর্তন ও উচ্চ প্রযুক্তি উন্নয়ন বিভাগের প্রধান সুন ওয়েই বলেন, ভবিষ্যতে চীনে ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে—আরও কার্যকর নীতিগত ব্যবস্থা গড়ে তোলা হবে; মাঝারি ধরনের উন্নত ডিজিটাল অবকাঠামো নির্মাণ করা হবে; ডিজিটাল শিল্পের নব্যতাপ্রবর্তন এগিয়ে নেওয়া হবে; শিল্পের ডিজিটালাইজেশান গভীরতর করা হবে; ডিজিটাল গণ-পরিষেবার মান উন্নত করা হবে; এবং ডিজিটাল অর্থনীতি খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)