‘অপেক্ষা’
2023-04-04 12:38:12

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন চিয়ে ই’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ছেন চিয়ে ই, ১৯৭২ সালের ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীত মহলের একজন বিখ্যাত নারী কণ্ঠশিল্পী; তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

১৯৯৩ সালের অক্টোবর মাসে ছেন চিয়ে ই’র প্রথম চীনা ভাষার অ্যালবাম ‘সুষম হওয়া’ প্রকাশিত হয়। ১৯৯৪ সালে ছেন চিয়ে ই তাইওয়ান প্রদেশের লি দ্য মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। নভেম্বর মাসে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘হৃদয়ের ব্যথা’ প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সংগীত মহলে পা রাখেন।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন চিয়ে ই’র গান ‘অপেক্ষা’। গানের কথায় বলা হয়, অপেক্ষা, একাকী থেকে গভীর রাত। রাত নির্জন হচ্ছে, রাত অন্ধকার হচ্ছে। বলো না, তুমি কাউকে বাছাই করছো। অন্যরা তোমাকেও বাছাই করতে পারবে। ন্যায্যতা হলো নিরপেক্ষ। অভিযোগ করো না, কেন মনে এত দুঃখ কিন্তু মুখে হাসি। সে মেয়ে চলে গেছে, তার পদচিহ্ন মনে রেখো। তুমি নিজের মনকেও বোঝো না। একদিন তুমি অনুতপ্ত হবে।

আচ্ছা, শুনুন এই সুন্দর গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন চিয়ে ই’র গান ‘অসাড়করণ’। গানের কথায় বলা হয়, এই ভার আমি বইতে পারি। শত দুঃখও আমি মানতে পারি। তবে তুমি কেন চুপ করে চলে গেলে। কিছু প্রতিদানের জন্য আমার অনুভূতি অগ্রাহ্য করলে! তবে তুমি দূরে যাও নি, কথাও বলো নি। সে মুহূর্ত সবচেয়ে কষ্টকর। মৃত্যুর চেয়েও অসহ্য! হয়তো আমি চাই, তুমি কোনো একদিন সিদ্ধান্ত পরিবর্তন করবে। হয়তো কোনো একদিন, তুমি আবার আমার কাছে ফিরে আসবে। আমাকে শেখাও, কিভাবে ক্ষত সারতে হয়। যদি অভ্যস্ত হই, তাহলে দীর্ঘ সময় আমি অপেক্ষা করতে পারবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ছেন চিয়ে ই’র গান ‘ছেলের মত পুরুষ’। গানের কথাগুলো এমন: পালিয়ে যেতে চাই, প্রেমে পড়তে চাই। প্রেম বেশি হলে ভয় আরো বাড়বে। আমি ভবিষ্যত চাই, তবে তুমি শুধু বর্তমান চাও। ছেলের মত পুরুষ, আকর্ষণীয় তবুও মানুষকে মর্মাহত করে। শুধু অনুভূতির অনুশীলন করে, তবে দায়িত্ব কি, সে বোঝে না।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো ছেন চিয়ে ই’র আরেকটি গান, গানের নাম ‘আবার দেখা হবে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন চিয়ে ই’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)