তিব্বতে ‘চীনা পানি সপ্তাহ’
2023-04-03 16:20:19

এপ্রিল ৩: তিব্বত নদী ও হ্রদে পরিপূর্ণ। এলাকাটি জলসম্পদে সমৃদ্ধ। এটি মালভূমির বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য এবং পার্শ্ববর্তী এলাকায় পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় পরিবেশগত নিরাপত্তা বেল্ট।

     সাম্প্রতিক বছরগুলোতে, লাসা "পানি"-র ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। ২০১৩ সাল থেকে, লাসা শহর সুশৃঙ্খলভাবে, নদ-নদীর ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। ২০১৯ সালে, লাসা নদ-নদীর এলাকার ব্যাপক ব্যবস্থাপনা এবং পরিবেশগত পুনরুদ্ধার প্রকল্প চালু করে, এবং রেভেটমেন্ট প্রকল্পের ৭টি অংশকে মেরামত করে। (ইয়াং/আলিম/ছাই)