চীনা আধুনিকায়ন বিশ্বের জন্য নতুন প্রবৃদ্ধির সুযোগ বয়ে আনবে
2023-04-03 14:34:28

চীনের উন্নয়ন নিয়ে চলতি বছরের উচ্চপর্যায়ের ফোরাম সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী বেশ কয়েকটি আন্তঃদেশীয় কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, চীনা আধুনিকায়ন বিশ্বের জন্য নতুন বৃদ্ধির সুযোগ ডেকে আনছে। তারা এ প্রক্রিয়ায় চীনের সঙ্গে পারস্পরিক কল্যাণের প্রত্যাশা করেন।

 

সম্মেলনে সিমেন্স এজি’র মহাপরিচালক ও সিইও রোল্যান্ড বুশ চীনা ভাষায় “সংস্কার খাবার খাওয়া, উন্মুক্তকরণ পথে চলা” বলেন। তিনি জানান, সিমেন্স বাজারের নিয়ম এবং আন্তর্জাতিক অনুশীলন মেনে চলা চীনের সঙ্গে এই পথে চলতে চায়।

তিনি বলেন, “ডেটা নিরাপত্তা হচ্ছে ডিজিটাইজেশনের মৌলিক প্রয়োজনীয়তা। ঐক্য শিল্পের মান বিরাটভাবে প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনকে ত্বরান্বিত করবে। মানুষে মানুষে যোগাযোগও খুবই গুরুত্বপূর্ণ: চীন থেকে জার্মানি পর্যন্ত, জার্মানি থেকে চীন পর্যন্ত, অথবা চীন থেকে ইউরোপ পর্যন্ত, ইউরোপ থেকে চীন পর্যন্ত, আমাদের মানুষে মানুষে বিনিময় আরও সুবিধাজনক ও আরও আকর্ষণীয় করতে হবে।  সিমেন্স অব্যাহতভাবে চীনের অংশীদার হিসেবে সব চ্যালেঞ্জের মোকাবিলা করবে। আমরা ন্যায়সঙ্গত উপায়ে প্রতিষ্ঠিত পারস্পরিক সম্মান, উন্মুক্ত ও সমন্বয়ের সম্পর্ককে সমর্থন করি।”

 

বিএমডব্লিউ’র মহাপরিচালক অলিভার জিপসে বলেন, চীনা আধুনিকায়নের মাধ্যমে চীনা বাজার সৃজনশীল পণ্য ও পরিষেবার বিরাট চাহিদা পূরণ করতে পারবে। তিনি বলেন, চীন বিএমডব্লিউ’র বৃহত্তম একক বাজার। পাশাপাশি সবচেয়ে কৌশলগত বাজারগুলির অন্যতম।

 

তিনি বলেন, “জার্মানির বাইরে আমাদের বৃহত্তম গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় চীনে। গত বছরের ফেব্রুয়ারিতে আমরা যৌথ-মালিকানার প্রতিষ্ঠান ব্রিলিয়ান্স অটোর সহযোগিতামূলক চুক্তির সময়কাল ২০৪০ সাল পর্যন্ত বাড়িয়েছি। চীনে বিএমডব্লিউ’র সাফল্য শুধু চীনের জন্য নয়, বরং জার্মানির জন্যও সমৃদ্ধি ডেকে আনছে।”

 

তিনি আরও বলেন, চীনা আধুনিকায়ন পাশাপাশি বৈশ্বিক সুযোগ। বিএমডব্লিউ এবং গ্রেট ওয়াল মোটর নিজ নিজ ৫০ শতাংশ বিনিয়োগে প্রতিষ্ঠিত যৌথ-মালিকানার প্রতিষ্ঠান স্পটলাইট মোটরগাড়ি ঠিক এর প্রতিফলন। দু’পক্ষ একে অপরের সুবিধার পরিপূরক। পণ্যটি একই সময় চীন ও আন্তর্জাতিক দু’টো বাজার লক্ষ্য করে।

 

তিনি বলেন, “চীনা আধুনিকায়ন শুধু বিশ্বে সৃজনশীল ও টেকসই প্রযুক্তি উন্নয়নের জন্য নতুন সুযোগ সরবরাহ করছে না, বরং বিশ্বের জন্য নতুন প্রবৃদ্ধির সুযোগ ডেকে আনছে। এছাড়া, মৈত্রী সেতু প্রতিষ্ঠা করে বহু পাক্ষিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করছে।”

 

রিও টিন্টো গ্রুপের সিইও জ্যাকব স্টসহোম তাঁর ভাষণে বলেন, সহযোগিতা হলো উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি। চীনের উচ্চমানের উন্মুক্তকরণ এর শক্তিশালী প্রতিফলন।

 

তিনি বলেন, “চীনের সংস্কার ও উন্মুক্তকরণ বাজারের তালা খোলার পাশাপাশি ১৪০ কোটি মানুষের উন্নয়নের কর্মশক্তি, বুদ্ধিমত্তা ও স্বপ্নের তালা খুলেছে। চলতি বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীন উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি নতুন প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারিক নেতায় পরিণত হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে চীনের অব্যাহত উন্মুক্তকরণের পথে চলাকে সমর্থন করি এবং একটি শক্তিশালী পুনরুদ্ধার ও অভিন্ন প্রবৃদ্ধি ও উন্নয়নের আন্তর্জাতিক পরিবেশ ত্বরান্বিতকরণ ব্যবস্থাকে আরও সমর্থন দিই। বিযুক্তি ও সংরক্ষণবাদ শুধুই অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করবে এবং আমাদের জলবায়ু পরিবর্তনসহ সত্যিকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে অক্ষম করে তুলবে।”

 

(প্রেমা/এনাম)