৫০ বছরের গভীর বন্ধুত্বে সমৃদ্ধি অর্জন করেছে চীন ও স্পেন
2023-04-01 13:49:52

এপ্রিল ০১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার বৈশ্বিক শান্তি ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

আলোচনায় দু নেতা একমত হন যে, চীন ও স্পেনের উচিত বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখা, বিশ্ব শান্তি রক্ষা করা এবং আলোচনা ও সহযোগিতার মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা।

দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সফর করছেন স্পেনের প্রধানমন্ত্রী। উচ্চ-পর্যায়ের এ বৈঠকের আগে তিনি দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরামে যোগ দেন।

গত ৫০ বছরে, চীন ও স্পেন ঘন ঘন উচ্চ-পর্যায়ের বৈঠক এবং জনগণের মধ্যে বিনিময়ের মাধ্যমে একটি গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

দ্বিপাক্ষিক বাণিজ্য ২০১৭ সালে যেখানে ছিল ৩২ বিলিয়ন ইউরো বা প্রায় ৩৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে ২০২২ সালে তা প্রায় দ্বিগুণ হয়ে ৫৭ দশমিক ৭ বিলিয়ন ইউরো বা প্রায় ৬২ দশমিক ৯ বিলিয়নে দাঁড়ায়।

বৈঠকে প্রেসিডেন্ট সি আশা প্রকাশ করেন, স্পেন চীন-ইইউ সংলাপ ও সহযোগিতার উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং উভয় পক্ষ স্বাধীনতা, পারস্পরিক সম্মান এবং পারস্পরিক সুবিধার চেতনাকে সমুন্নত রেখে সংলাপ ও সহযোগিতা চালিয়ে যাবে। -

রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি।

#চীন #স্পেন #সিচিনপিং #পেদ্রোসানচেজ