নতুন কূটনৈতিক নীতি প্রকাশ করল রাশিয়া
2023-04-01 15:31:06

এপ্রিল ১: গতকাল (শুক্রবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশের জন্য নতুন কূটনৈতিক নীতি ধারণা অনুমোদন দিয়েছেন। এতে বর্তমান বিশ্ব পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে রাশিয়ার অবস্থান ও মনোভাব এবং রাশিয়ার কূটনৈতিক নীতিতে দেশের স্বার্থ, কৌশলগত উদ্দেশ্য ও অগ্রাধিকার স্পষ্ট করা হয়।

 

নতুন নীতিতে বলা হয়েছে যে স্বাধীন ও বহুপক্ষীয় কূটনৈতিক নীতি পালন করে রাশিয়া। রাশিয়ার প্রতি অন্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার মনোভাব দেখে সংশ্লিষ্ট নীতি প্রণয়ন করবে মস্কো।

 

চীনের সঙ্গে সার্বিক কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করবে রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পরস্পরকে সমর্থন ও সমন্বয় করবে এবং ইউরেশিয়া মহাদেশ ও বিশ্বের অন্য অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে মস্কো।

 

ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন এবং ভারতের সঙ্গে সব ক্ষেত্রে যোগাযোগকে কূটনৈতিক নীতিতে অগ্রাধিকার দেবে রাশিয়া।

 

পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত ভারসাম্য রাখতে চায় রাশিয়া। (শিশির/এনাম/রুবি)