জাকার্তা-বান্দুং হাই-স্পিড রেলওয়ের ট্র্যাক স্থাপন সম্পন্ন
2023-04-01 15:59:50

এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: জাকার্তা-বান্দুং হাই-স্পিড রেলওয়ের (এইচএসআর) পুরো লাইনের ট্র্যাক স্থাপনের কাজ শুক্রবার সম্পন্ন হয়েছে। এর ফলে উচ্চমানের সাথে এ রেলপথ চালুর পথ প্রশস্ত হয়েছে।

 

চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল কোং লিমিটেডের নেতৃত্বে চীনা নির্মাণ কনসোর্টিয়াম ট্র্যাক স্থাপনের কাজটি করেছে। এই রেলপথটির মোট দৈর্ঘ্য ১৪২.৩ কিলোমিটার।

১ জুলাই, ২০২২এ প্রধান লাইনে ট্র্যাক-বিছানো শুরু হওয়ার পর থেকে, চীন এবং ইন্দোনেশিয়ার রেলওয়ে প্রযুক্তিবিদরা ট্র্যাক স্থাপনের উচ্চ-মানের সমাপ্তি নিশ্চিত করতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছেন।

 

নির্মাণের সময়, চীনা দল ইন্দোনেশিয়ার কর্মীদের প্রযুক্তি প্রদানের উদ্যোগ নেয় এবং সক্রিয়ভাবে ইন্দোনেশিয়ার জন্য এইচএসআর প্রতিভা গড়ে তোলে।

হাই-স্পিড লাইন, চীন-প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে একটি যুগান্তকারী প্রকল্প, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং আরেকটি বড় শহর বান্দুংকে সংযুক্ত করবে এটি।

 

এ রেলপথে ঘন্টায় ৩৫০ কিমি গতির ট্রেন জাকার্তা এবং বান্দুংয়ের মধ্যে যাতায়াতের সময় তিন ঘন্টা থেকে প্রায় ৪০ মিনিটে কমিয়ে আনবে।

হাশিম/রহমান

তথ্য ও ছবি: সিনহুয়া।

#Jakarta-Bandung #highspeed-Rail