চীন-মালয়েশিয়া সম্পর্ক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে: প্রেসিডেন্ট সি
2023-04-01 13:33:10

এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং শুক্রবার বেইজিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে প্রেসিডেন্ট সি দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্তর উন্নয়ন এবং আঞ্চলিক সমৃদ্ধিতে নতুন গতি সঞ্চারে চীন-মালয়েশিয়ার সহযোগিতাকে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে যৌথ প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

সি বলেন, চীন ও মালয়েশিয়া দীর্ঘদিনের বন্ধুত্ব উপভোগ করে। আনোয়ার ইব্রাহিমের চীনে সরকারি সফরের সময় যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের একটি সম্প্রদায় গড়ে তোলার বিষয়ে দু’পক্ষের মধ্যে যে ঐকমত্য হয়েছে তা অবশ্যই চীন-মালয়েশিয়া সম্পর্কের নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
প্রেসিডেন্ট সি বলেন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ এবং চীনা-শৈলীর আধুনিকীকরণের সাথে চীন দৃঢ়তার সাথে অগ্রসর হওয়ায় মালয়েশিয়া এবং অন্যান্য দেশের জন্য নতুন সুযোগ তৈরি হবে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে শক্তিশালী করতে, মূল প্রকল্পগুলোকে এগিয়ে নিতে এবং ডিজিটাল অর্থনীতি, সবুজ উন্নয়ন এবং নতুন শক্তির মতো প্রবৃদ্ধির সূচক খাতগুলোতে দুই দেশকে জোরালো সহযোগিতার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।
তিনি স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং গোষ্ঠী সংঘর্ষের ক্ষেত্রে দু’দেশের দৃঢ় বিরোধিতা করার ওপর জোর দেন। উন্নয়নশীল দেশগুলির সাধারণ স্বার্থ রক্ষা করতে এবং বৈশ্বিক শাসন ব্যবস্থার উন্নতিতে অবদান রাখার জন্য সত্যিকারের বহুপাক্ষিকতাকে সমর্থন করার গুরুত্বের উপর জোর দেন প্রেসিডেন্ট সি।
জবাবে, আনোয়ার ইব্রাহিম চীনকে মালয়েশরি সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেন। তিনি মালয়েশিয়ায় চীনা কোম্পানিগুলোকে বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, তার দেশ চীনের সাথে বাণিজ্য ও অর্থনীতি, দারিদ্র্য বিমোচন এবং কৃষি আধুনিকায়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে কাজ করবে।
চীনে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা এবং মুসলমানদের ধর্মীয় আচারের স্বাধীনতা ভালোভাবে সুরক্ষিত বলে মনে করেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়া চীনের সাথে সভ্যতাগত আদান-প্রদান ও আলোচনা গভীর করতে ইচ্ছুক বলেও জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
হাশিম/রহমান
তথ্য ও ছবি: চায়না ডেইলি/সিনহুয়া।