ছয়টি ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান আলিবাবা
2023-04-01 16:01:37

এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক:  ছয়টি আলাদা আলাদা ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে চীনের ইন্টারনেট জায়ান্ট আলিবাবা গ্রুপ। শুধু তাই নয়, প্রত্যেকটি ইউনিটে নিয়োগ দেওয়া হবে একজন করে সিইও, পাশাপাশি থাকবে আলাদা বোর্ড অব ডিরেক্টরসও।

 

মাসের পর মাস বিদেশ ভ্রমণের পর সম্প্রতি দেশে ফিরেই কোম্পানিটির প্রতিষ্ঠাতা জ্যাক মা, আলিবাবায় এ পরিবর্তনের ঘোষণা দেন। প্রতিষ্ঠানটির ২৪ বছরের পথচলায় সবথেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন হতে যাচ্ছে এটি, বলছেন বিশ্লেষকরা। 

ক্লাউড ইন্টেলিজেন্স, তাওবাও টিমল কমার্স, লোকাল সার্ভিসেস, চাইনিয়াও স্মার্ট লজিস্টিকস, গ্লোবাল ডিজিটাল কমার্স এবং ডিজিটাল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট- এ ছয়টি ভাগে বিভক্ত করা হবে আলিবাবাকে। 

 

আলিবাবার চেয়ারম্যান এবং সিইও ড্যানিয়েল ছ্যং বলেন যে ইউনিটগুলো তালিকাভুক্ত হবার যোগ্যতা রাখবে সেগুলো আলাদাভাবে তালিকায় স্থান পাবে। এ সংস্কার কোম্পানিকে অত্যাধুনিক বাজারে দ্রুত এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, “প্রতিযোগিতার বাজারে এগিয়ে যেতে এই সংস্কার আমাদের সাহায্য করবে।“

মামুন/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস।