চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন সব দেশকে অভিজ্ঞতা প্রদান করেছে: জরিপের ফলাফল
2023-04-01 19:02:07

এপ্রিল ১: সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন কর্তৃক বিশ্বের ২১টি দেশে পরিচালিত এক গণজরিপ থেকে জানা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৮৪.৫ শতাংশ মানুষ মনে করেন যে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন অন্যান্য দেশের জন্য নতুন উন্নয়নের পথ উন্মোচন করেছে, যা মানব জাতির জন্য আরও ভালো সামাজিক ব্যবস্থার অনুসন্ধানে চীনা প্রস্তাব প্রদান করেছে।

 

সাম্প্রতিক বছরগুলোতে চীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দৃষ্টিকাড়া অগ্রগতি অর্জন করেছে। অধিকাংশ অংশগ্রহণকারী সে সব অগ্রগতির উচ্চ প্রশংসা করেছেন। মোট  ৯২.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের সংস্কৃতি অধিক আকর্ষণীয় হয়েছে। সে সব চীনের আধুনিকায়নের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করেছে বলে মনে করেন তারা।

 

জরিপ থেকে আরও জানা গেছে, মোট ৮৯.৮ শতাংশ উত্তরদাতা চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের চেতনার স্বীকৃতি দিয়েছেন। আধুনিকায়নের বিষয়ে চীন মনে করে, বিশ্বে সবার জন্য উপযুক্ত আধুনিকায়নের একক কোনো পদ্ধতি নেই। আর ৮৬.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, আধুনিকায়নকে সংশ্লিষ্ট দেশের সামাজিক ব্যবস্থার সঙ্গে খাপ খেতে হয়।

 

(রুবি/এনাম/শিশির)