স্থানীয় মুদ্রার ব্যবহার বাড়াবে আসিয়ান
2023-04-01 15:53:15

এপ্রিল ১: গতকাল (শুক্রবার) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আসিয়ানের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠক শেষ হয়েছে।

 বৈঠকে আসিয়ানের সদস্য দেশগুলো এই অঞ্চলে স্থানীয় মুদ্রার ব্যবহার জোরদার করতে এবং আন্তঃসীমান্ত বাণিজ্য ও বিনিয়োগে বর্তমান প্রধান আন্তর্জাতিক মুদ্রার উপর তাদের নির্ভরতা কমাতে সম্মত হয়েছে, যাতে আরও ভালোভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করা যায়।

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাংবাদিকদের বলেন, আসিয়ান আর্থিক লেনদেনে আসিয়ানের স্থানীয় মুদ্রার ব্যবহার শক্তিশালী করার জন্য একটি কর্মদল গঠন করবে। শুধুমাত্র স্থানীয় মুদ্রার বেশি ব্যবহার করে আন্তঃসীমান্ত বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়নে আরও স্থিতিশীল সহায়তা প্রদান করা সম্ভব হবে।

আসিয়ানের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের এই বছরের প্রথম বৈঠকটি গত ২৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সংস্থার পালাক্রমিক সভাপতি রাষ্ট্র ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত হয়।

লিলি/এনাম/রুবি