স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক
2023-04-01 14:28:40

এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং শুক্রবার বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে বৈঠক করেছেন, । এতে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য আরও প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।

স্পেনকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ইউরোপীয় ইউনিয়নের একটি প্রধান দেশ হিসেবে অভিহিত করে লি বলেন, চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীকে বন্ধুত্বকে গভীরতর করার এবং সকল ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার সুযোগ হিসেবে স্পেনের সাথে কাজ করতে ইচ্ছুক। এর মধ্য দিয়ে দুই দেশ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের নতুন অগ্রগতি সাধন এবং বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার ও বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখতে পারে।

চীনে স্পেনের আরও বিনিয়োগকে স্বাগত জানিয়ে লি বলেন, তিনি আশা করেন স্পেনও চীনা কোম্পানিগুলির জন্য একটি ন্যায্য, ন্যায়সঙ্গত এবং নিরপেক্ষ বাজার পরিবেশ অব্যাহত রাখবে।

স্পেনকে ইইউতে চীনের বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে লি বলেন, চীন-ইইউ সম্পর্ক উভয় পক্ষের স্বার্থে কাজ করে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতির পক্ষেও সহায়ক।

জবাবে সানচেজ বলেন যে স্পেন চীনকে একটি প্রধান কৌশলগত অংশীদার হিসাবে বিবেচনা করে এবং চীন-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্তর বিকাশের জন্য কোভিড-১৯-পরবর্তী সময়ে বিনিময় ও সংলাপ আরও জোরদার করার আশা করে। স্পেন চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য-বিনিয়োগ, সংস্কৃতি, শিক্ষা এবং পর্যটনসহ অন্যান্য ক্ষেত্রের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।

লি এবং সানচেজ শিক্ষা, কাস্টমস এবং খেলাধুলায় দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে নথি স্বাক্ষরও প্রত্যক্ষ করেন।

হাশিম/রহমান

তথ্য ও ছবি: সিজিটিএন/সিনহুয়া।