রাষ্ট্রীয় পরিষদের প্রথম পরিচ্ছন্ন প্রশাসন-বিষয়ক কর্মসভায় লি ছিয়াং
2023-04-01 17:26:50


এপ্রিল ১: চীনের রাষ্ট্রীয় পরিষদ গতকাল (শুক্রবার) প্রথম পরিচ্ছন্ন প্রশাসন-বিষয়ক কর্মসভার আয়োজন করেছে। তাতে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য এবং প্রধানমন্ত্রী লি ছিয়াং বক্তব্য রেখেছেন।

 

তিনি বলেন, সার্বিকভাবে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস ও বিংশতম জাতীয় কংগ্রেসের প্রথম ও দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনায় বিংশতম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় তদারক কমিশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট সি চিন পিং’র দেওয়া ভাষণ অনুযায়ী সরকার ও পার্টির পরিচ্ছন্ন প্রশাসন গঠনকাজ এগিয়ে নিতে হবে।

 

লি ছিয়াং বলেন, সরকারের দলীয় পরিচ্ছন্ন প্রশাসন গঠন হচ্ছে সার্বিকভাবে পার্টি পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ। নতুন যুগ ও নতুন অগ্রযাত্রা, নতুন পরিস্থিতি ও নতুন কর্তব্যের মুখে সবাইকে এ কাজটা গভীরভাবে এগিয়ে নিতে এবং সরকারের কর্তৃত্ব ও কার্যকারিতা উন্নয়ন করতে হবে। যাতে জনগণের জন্য সন্তুষ্ট আইনি, উদ্ভাবনশীল, পরিচ্ছন্ন এবং সেবামূলক সরকার গঠন করা যায়।

(রুবি/এনাম/শিশির)