ব্রাজিলের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে ইউরোকে ছাড়াল আরএমবি
2023-04-01 17:13:30

এপ্রিল ১: গতকাল (শুক্রবার) ব্রাজিলের সেন্ট্রাল ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে দেখানো হয়েছে যে আরএমবি ব্রাজিলের বৈদেশিক মুদ্রার রিজার্ভে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুদ্রা হিসেবে ইউরোকে প্রতিস্থাপন করেছে।

 

বিশ্লেষকরা মনে করেন যে এটি ব্রাজিল এবং চীনের মধ্যে গভীরতর অর্থনৈতিক সম্পর্কের প্রতিফলন।

২০২২ সালের শেষ পর্যন্ত আরএমবি ছিল ব্রাজিলের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৫.৩৭ শতাংশ। এ ক্ষেত্রে ইউরোর সংখ্যা ছিল ৪.৭৪ শতাংশ। মার্কিন ডলার ৮০.৪০ শতাংশের আধিপত্য বজায় রেখেছে।

 

২০২৩ সালের শুরুর দিকে পিপল’স ব্যাংক অব চায়না এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অব ব্রাজিল দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ব্রাজিলে আরএমবি’র ক্লিয়ারিং ব্যবস্থা প্রতিষ্ঠার একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে।

 

লিলি/এনাম/রুবি