অংশীদারিত্বের সম্পর্ককে আরও উন্নত করেছে চীন ও সিঙ্গাপুর
2023-04-01 11:56:10


 


এপ্রিল ০১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, সিঙ্গাপুরের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক সবদিক থেকে উচ্চ-মানের ও দূরদর্শী অংশীদারিত্বে উন্নীত হয়েছে এবং দুদেশের কৌশলগত যোগাযোগ আরও জোরদারে বেইজিং প্রস্তুত রয়েছে।

                                             

শুক্রবার বেইজিংয়ে মহাগণভবনে চীন সফররত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সাথে আলোচনায় একথা বলেন সি চিনপিং।

চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক দেশগুলোর সঙ্গে মূল সুযোগ-সুবিধাগুলো ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

চীনা প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ সিঙ্গাপুরের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে, নতুন আন্তর্জাতিক স্থল-সমুদ্র বাণিজ্য করিডোরের উন্নয়ন জোরদার করতে এবং ডিজিটাল ও পরিবেশ-বান্ধব রূপান্তর এবং তৃতীয় পক্ষের সহযোগিতাকে আরও গভীর করতে প্রস্তুত।

তিনি উল্লেখ করেন যে, এশীয় অঞ্চল সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতা, দ্রুত উন্নয়ন এবং ভালো প্রবৃদ্ধির গতি বজায় রেখেছে। এশিয়ার কষ্টার্জিত প্রবৃদ্ধির গতিকে মূল্য দেওয়া ও সমুন্নত রাখা এবং আঞ্চলিক শান্তি থেকে প্রাপ্ত উপকারকে রক্ষা করা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি বলেন, তাইওয়ান প্রশ্নটি চীনের অভ্যন্তরীণ বিষয়, এবং আজ ইউক্রেন, আগামীকাল তাইওয়ান বলা অপ্রত্যাশিত এবং গুরুতর পরিণতির দিকে নিয়ে যাবে।

রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি

#চীন #সিঙ্গাপুর #সিচিনপিং #লিসিয়েন_লুং