পরিবেশবান্ধব উন্নয়নে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা
2023-03-31 20:53:07

মার্চ ৩১, সিএমজি বাংলা ডেস্ক: সারা বিশ্বে পরিবেশবান্ধব উন্নয়ন তরান্বিত করার উপর জোর দিয়েছেন চলমান বোয়াও ফোরামের বিশেষজ্ঞরা।

দক্ষিণ চীনের হাইনান প্রদেশে আয়োজিত এই আলোচনায় ফোরামের ভাইস চেয়ারম্যান চৌ সিয়াওছুয়ান কার্বন নিরপেক্ষতা অর্জন করতে অর্থের গুরত্ব তুলে ধরেন। তিনি বলেন, কার্বন নিঃসরণ নীতিমালার বাস্তবায়ন করতে বড় ভূমিকা রাখতে পারে আর্থিক খাতগুলো।

আরো একজন আলোচক পিপল’স ব্যাংক অব চায়নার গভর্নর ই কাং বলেন, পরিবেশবান্ধব উন্নয়নে অর্থায়ন অব্যাহত রেখেছে চীন সরকার।

তিনি বলেন, কার্বন নি:সরণ কমিয়ে আনতে চীনের কেন্দ্রীয় ব্যাংক দুই ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। প্রথমটি হলো পরিবেশবান্ধব জ্বালানীর ব্যবহার নিশ্চিত করতে নীতিগতভাবে উৎসাহিত করা। এবং দ্বিতীয় উদ্যোগটি হলো কয়লা থেকে কম কার্বন নিঃসরণ হয় এমন প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহায়তা দেয়া।

এইচআরএস/সাজিদ