জাতিসংঘ সাধারণ পরিষদে তুলে ধরা হলো বর্জ্য-ব্যবস্থাপনায় চীনের সাফল্য
2023-03-31 16:47:08

মার্চ ৩১: জাতিসংঘে নিযুক্ত চীনের প্রতিনিধি রেন হুং ইয়ান গতকাল (বৃহস্পতিবার) সাধারণ পরিষদের এক সভায় বর্জ্য-ব্যবস্থাপনায় তাঁর দেশের সাফল্য তুলে ধরেন।

সভায় তিনি বলেন, চীন নব্যতাপ্রবর্তন, সমন্বয়, সবুজ, উন্মুক্ত, ও ভাগাভাগির নতুন উন্নয়ন-ধারণা কাজে লাগিয়ে, জনগণকে কেন্দ্র করে ও প্রাকৃতিক সভ্যতা প্রতিষ্ঠাকাজের মাধ্যমে, উচ্চ মানের উন্নয়ন-প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় বর্জ্য-ব্যবস্থাপনায় লক্ষণীয় অগ্রগতিও অর্জিত হয়েছে।  

তিনি বলেন, ইতোমধ্যেই বিদেশি বর্জ্যের আমদানি নিষিদ্ধ করেছে চীনের সরকার। দেশের জমিদূষণের ঝুঁকি কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং কঠিন বর্জ্যের পুনঃব্যবহার-ব্যবস্থা সুসম্পূর্ণ হয়েছে।

তিনি জানান, চীন বর্জ্যমুক্ত শহর গড়ে তোলার কাজ এগিয়ে নিচ্ছে। ২০২৫ সাল নাগাদ দেশের ১০০টি শহরকে বর্জ্যমুক্ত করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)