আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান চীনের
2023-03-31 17:58:12

মার্চ ৩১: চীনের আফ্রিকাবিষয়ক প্রতিনিধি লিউ ইউ সি গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদের ‘আফ্রিকায় বন্দুক নীরব করা’ শীর্ষক এক সভায়, আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে  আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

চীনা প্রতিনিধি বলেন, আফ্রিকা একটি উদীয়মান মহাদেশ, আশার ক্ষেত্র, এবং জীবন ও প্রাণশক্তিতে পূর্ণ। আফ্রিকার শান্তি ও উন্নয়ন বিশ্বের স্থিতিশীলতা ও সমৃদ্ধির পূর্বশর্ত। নতুন পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের আরও ভালোভাবে চ্যালেঞ্জ ও সংঘাত মোকাবিলায় আফ্রিকাকে সাহায্য করা উচিত।

তিনি বলেন, আফ্রিকান দেশগুলোর প্রতিরক্ষা-ক্ষমতা বাড়াতে হবে; পেশাদার, দক্ষ ও শক্তিশালী নিরাপত্তা বিভাগ গড়ে তুলতে সহায়তা করতে হবে।

চীনা প্রতিনিধি বলেন, আফ্রিকার টেকসই উন্নয়ন বাস্তবায়নের প্রচেষ্টাকে সমর্থন করতে হবে। অবকাঠামো নির্মাণ, শিল্পায়ন, মহামারী মোকাবিলা, দারিদ্র্যবিমোচন, কর্মসংস্থান উন্নয়ন খাতে আফ্রিকাকে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দিতে হবে।

তিনি আরও বলেন, চীন বরাবরই আফ্রিকাকে কূটনৈতিক অগ্রাধিকার দিয়ে আসছে এবং নিরাপত্তা পরিষদে আফ্রিকার শান্তি ও নিরাপত্তাসংশ্লিষ্ট কাজের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলেছে। (ছাই/আলিম)