চীনের বৈদেশিক ঋণ সম্পর্কে মার্কিন অর্থমন্ত্রীর নেতিবাচক মন্তব্য অগ্রহণযোগ্য: চীনা মুখপাত্র
2023-03-31 16:44:40

মার্চ ৩১: যুক্তরাষ্ট্রের উচিত, বিভিন্ন দেশকে দেওয়া চীনের ঋণ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বন্ধ করে, উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করতে বাস্তব উদ্যোগ নেওয়া। চীনের বৈদেশিক ঋণ সম্পর্কে মার্কিন অর্থমন্ত্রীর সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যের জবাবে গতকাল (বৃহস্পতিবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

উন্নয়নশীল দেশগুলো চীনা ঋণ নিয়ে সংকটে পড়ছে বলে মার্কিন অর্থমন্ত্রী যে অভিযোগ করেছেন, তার জবাবে চীনা মুখপাত্র আরও বলেন, এটি ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য অভিযোগ।  বস্তুত, চীন সবসময় আন্তর্জাতিক নিয়ম মেনে চলে এবং উন্মুক্ততা  ও স্বচ্ছতার ভিত্তিতে, কোনোরকমের রাজনৈতিক পূর্বশর্ত ছাড়াই, উন্নয়নশীল দেশগুলোকে পুঁজি সরবরাহ করে আসছে। চীন বরং উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা কমাতে সচেষ্ট আছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)