‘যৌথভাবে নব্য-ঔপনিবেশিকতা প্রতিরোধ’ বিষয়ক আন্তর্জাতিক পার্টি ফোরামে চীনের লিউ চিয়ান ছাওয়ের অংশগ্রহণ
2023-03-31 20:39:33

মার্চ ৩১: আজ (শুক্রবার), রাশিয়ার ইউনাইটেড রাশিয়া পার্টির উদ্যোগে আয়োজিত, ‘যৌথভাবে নব্য-ঔপনিবেশিকতা প্রতিরোধ’ শীর্ষক আন্তর্জাতিক রাজনৈতিক পার্টি ফোরামে ভিডিও-লিঙ্কের মাধ্যমে বক্তৃতা করেন চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান লিউ চিয়ান ছাও।

তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’, ‘বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ’ ও ‘বৈশ্বিক সভ্যতা উদ্যোগ’ যৌথভাবে বাস্তবায়নের জন্য, অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কাজ করতে ইচ্ছুক সিপিসি।

তিনি আরও বলেন, চীন দৃঢ়ভাবে স্বাধীন উন্নয়নের পথ অনুসরণ করতে, নব্য-ঔপনিবেশিকতার বিরোধিতা করতে, সত্যিকারের বহুপাক্ষিকতার অনুশীলন করতে, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করতে, এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন এগিয়ে নিতে ইচ্ছুক। (ইয়াং/আলিম/ছাই)