সিনচিয়াং: মরূদ্যান বনভূমি
2023-03-31 16:55:41


 

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও তিব্বতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর তিব্বত সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।  

 

সিনচিয়াং চীনের পশ্চিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বন এলাকা। এখানকার আলতাই পর্বতমালা ও থিয়ানশান পর্বতমালা সবুজ কুমারী বনে আচ্ছাদিত। এখানকার বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে বেশিরভাগই সাইবেরিয়ান লার্চ, তুষারযুক্ত স্প্রুস এবং শঙ্কুযুক্ত সাইপ্রাস। তারিম নদীর দুই ধারে বিস্তীর্ণ সমতল বিস্তীর্ণ-পাতার বন রয়েছে, বিশ্বের মূল্যবান গাছের প্রজাতি পপুলাস ইউফ্রেটিকা (Populus euphratica) এবং পপুলাস অ্যাশ (Populus ash) হল মরুভূমির গভীরে সবচেয়ে ভালো বায়ুরোধক।

সিনচিয়াংয়ে পপলার (poplar), উইলো (willow), সাদা পাইন (white pine), স্যান্ড ডেইট (sand date), মালবেরি (mulberry)-সহ ৬০টিরও বেশি অর্থকরি গাছের প্রজাতি বনায়নের জন্য ব্যবহৃত হয়। এদের মধ্যে বেশিরভাগ হচ্ছে সিনচিয়াংয়ের গ্রামীণ বা স্থানীয় গাছের প্রজাতি। "বনায়ন আন্দোলনে"-র অংশ হিসেবে এখানে আছে অর্থকরি গাছের বন,  জ্বালানি কাঠের বন, ইত্যাদি। এইসব বন সিনচিয়াংয়ের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে।

 

আলতাই পাহাড়ী বন

আলতাই পর্বতের বন এলাকার গাছপালাগুলো সাইবেরিয়ান প্রজাতির দক্ষিণমুখী বিস্তারের ফল। এটি একটি উষ্ণ ও আধা-আর্দ্র বনভূমির স্টেপ, যেখানে প্রচুর গাছপালা রয়েছে। এখানে আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের বায়ুপ্রবাহের প্রভাব লক্ষ্যণীয়।

জুয়েলিং স্প্রুস হল থিয়ানশান পর্বতমালার একটি অনন্য কুমারী বনের প্রজাতি। এ প্রজাতির গাছগুলো থিয়ানশান পর্বতমালার গভীরে গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এসব গাছ লম্বা, সোজা। এগুলো যেন থিয়ানশান পর্বতমালায় একটি সবুজ গ্রেট ওয়াল সৃষ্টি করেছে। এই আদিম বনে হাঁটার সময়, আপনি জঙ্গলের মধ্যে বাতাসের শব্দ শুনতে পাবেন, এবং আপনি মাটিতে দেখবেন গাছপালার ফাঁক গলে পড়া সূর্যালোকের ছোট ছোট বৃত্ত। এ এক অসাধারণ সুন্দা দৃশ্য।

ইলি নদীর উপরিভাগে, জুয়েলিং স্প্রুসের অবস্থান খুব জমকালো। গাছগুলোর গড় উচ্চতা ৫০-৬০ মিটার। এখানে অন্যান্য জায়গার তুলনায় গাছের সংখ্যাও অনেক বেশি। প্রতিটি গাছের বয়স ৩০০ থেকে ৪০০ বছরেরও বেশি। জুয়েলিং স্প্রুসকে মাটি থেকে উঠে আসা এক একেকটি বিশাল ছাতা বলে মনে হয়। বলা বাহুল্য, থিয়ানশান পর্বতমালার জুয়েলিং স্প্রুস সংখ্যার দিক দিয়ে বিশ্বে অনন্য।

চীনের দশটি সবচেয়ে সুন্দর বনের মধ্যে, থিয়ানশান জুয়েলিং স্প্রুস বন প্রথম স্থানে রয়েছে, যা চীনা বনের অনন্য সৌন্দর্যও প্রমাণ করে। ছত্রাক হিল (Chatrak Hills) পর্বতমালার গিরিখাতে আপনি বিভিন্ন বনের সৌন্দর্য অনুভব করতে পারবেন। সেখানে সবুজ ফার, সবুজ ঘাস, ঝিঁঝিঁ পোকা ডাক, ও পাখির কিচিরমিচির রয়েছে। গভীর উপত্যকা ও গভীর গিরিখাত এলাকায় এলে সুন্দর ‘চিয়াংনানের’ ওয়াটার টাউন দেখার পাশাপাশি, উত্তর-পশ্চিমের রুক্ষতা ও মহিমাও অনুভব করতে পারবেন।

সিনচিয়াংয়ে একটি বিশেষ ধরনের বন রয়েছে, যা জীবনের উত্থান-পতন ও শক্তি প্রতীক। এটি তারিম অববাহিকায় জীবনের টোটেম হিসাবে পরিচিত পপুলাস ইউফ্রেটিকা বন। বলা হয়, পপুলাস ইউফ্রেটিকা বন হাজার বছর মরবে না, মৃত্যুর পর হাজার বছর পড়ে যাবে না, পড়ে যাওয়ার পর হাজার বছর ধরে অমর হয়ে থাকবে। পপুলাস ইউফ্রেটিকা বন তারিম অববাহিকায় সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং এখনও বাতাস ও বালিকে আটকে রাখছে। তাই পপুলাস ইউফ্রেটিকা বনটি সিনচিয়াংয়ের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে।

 

সুপ্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn  আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (উর্মি/আলিম)