ছাই ইং ওয়েনের যুক্তরাষ্ট্র সফরের তীব্র প্রতিবাদ জানায় চীন: মুখপাত্র
2023-03-31 20:38:45

মার্চ ৩১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনের সতর্কতা ও আপত্তি উপেক্ষা করে, তাইওয়ানের ক্ষমতাসীন দলের প্রধান ছাই ইং ওয়েনকে যুক্তরাষ্ট্র সফরের সুযোগ করে দিয়েছে মার্কিন প্রশাসন। চীন এর তীব্র প্রতিবাদ জানায়।

মাও নিং জোর দিয়ে বলেন, তাইওয়ান চীনের মূল স্বার্থসংশ্লিষ্ট মৌলিক ইস্যু এবং চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি ও প্রথম রেডলাইন। চীন যুক্তরাষ্ট্রকে আবারও ‘এক-চীননীতি’ এবং ‘তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার’ মেনে চলার আহ্বান জানায়।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ‘তাইওয়ানের স্বাধীনতা’, ‘দুই চীন’ বা ‘এক চীন, এক তাইওয়ান’ ধারণাকে সমর্থন না-করার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন প্রশাসনের উচিত তা পূরণ করা। সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র-তাইওয়ান সরাসরি যোগাযোগ বন্ধ রাখতে হবে।

উল্লেখ্য, গত ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত ছাই ইং ওয়েন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তথাকথিত ‘ট্রানজিট’ করেন। এ সময় তিনি বিভিন্ন মার্কিন কর্মকর্তা ও কংগ্রেসের সদস্যদের সাথে দেখা করেন এবং হাডসন ইনস্টিটিউট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা করেন। (ইয়াং/আলিম/ছাই)