চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের অধ্যয়ন ও বাস্তবায়নের কাজ আরও ভালোভাবে করতে হবে: সি চিন পিং
2023-03-31 17:56:11

মার্চ ৩১: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক মতাদর্শের অধ্যয়ন ও বাস্তবায়নের কাজ আরও ভালোভাবে করতে হবে। তিনি গতকাল (বৃহস্পতিবার) চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর এক শিক্ষাসভায় এ কথা বলেন।

সভায় তিনি সদস্যদের কথা শুনে বলেন, চীনে মার্কসবাদের অনুশীলন ও উন্নয়নের মাধ্যমে নিজেকে গড়ে তোলা সিপিসি’র একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। নতুন যুগে, জটিল আন্তর্জাতিক ও দেশীয় পরিস্থিতিতে, সংস্কার ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে এবং বিভিন্ন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ ও ঝুঁকি মোকাবিলার জন্য, দলের বিভিন্ন ক্যাডারকে নিয়মিত শিক্ষাগ্রহণের মাধ্যমে আরও যোগ্য হয়ে উঠতে হবে।

সি চিন পিং বলেন, আমাদেরকে অবশ্যই জনগণের আধিপত্য মেনে চলতে হবে, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হতে হবে, সততা ও উদ্ভাবনের পথে সামনে এগুতে হবে, বিদ্যমান সমাজব্যবস্থার বিভিন্ন বিধি মেনে চলতে হবে, এবং নিয়মিত চিন্তা-গবেষণা করতে হবে। (ছাই/আলিম)