সিএমজি’র উদ্যোগে বেইজিংয়ে তৃতীয় চীন-ইউরোপ সংগীত উত্সব আয়োজিত
2023-03-31 19:57:47

মার্চ ৩১: চীন-স্পেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে, চায়না মিডিয়াম গ্রুপ (সিএমজি)-র উদ্যোগে, তৃতীয় চীন-ইউরোপ সংগীত উত্সব আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত হয়। চীন ও স্পেনের শতাধিক শিল্পী এতে অংশগ্রহণ করেন।

উত্সবে শুভেচ্ছাবার্তা পাঠান চীনে স্পেনের রাষ্ট্রদূত। তিনি উত্সব আয়োজনের জন্য সিএমজি-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, সংগীত ও সংস্কৃতি হলো বিভিন্ন দেশের জনগণকে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ পদ্ধতি ও সেতু। এবারের উত্সবের মাধ্যমে স্পেনের জনগণের সাথে চীনা জগনণের সম্পর্ক আরও গভীর হবে।

উত্সব উপলক্ষ্যে পাঠানো স্পেনে চীনা রাষ্ট্রদূত উ হাই থাও তাঁর ভিডিও-বার্তায় বলেন, সিএমজি’র আয়োজিত উত্সব দু’দেশের মধ্যে সংস্কৃতি ও শিল্প খাতের বিনিময় জোরদার করবে। চীন স্পেনের সঙ্গে ঐতিহ্যগত মৈত্রী লালন করে। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে, সার্বিকভাবে চীন ও স্পেনের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্কের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্যও বাস্তবায়ন করতে হবে। 

 (ছাই/আলিম)