‘চীনা সামরিক হুমকির’ অজুহাতে সামরিক বাজেট বাড়ানো অযৌক্তিক: চীনা মুখপাত্র
2023-03-31 16:45:29

মার্চ ৩১: তথাকথিত ‘চীনা সামরিক হুমকির’ অজুহাতে কিছু দেশ তাদের সামরিক বাজেট বাড়াচ্ছে, যা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। গতকাল (বৃহস্পতিবার) চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মুখপাত্র থান খ্য ফেই বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন সবসময় বিশ্বশান্তি, বৈশ্বিক উন্নয়ন, ও আন্তর্জাতিক শৃঙ্খলার পক্ষের শক্তি হিসেবে কাজ করে আসছে। অন্যান্য দেশের জন্য চীন সুযোগ সৃষ্টি করে চলেছে, চ্যালেঞ্জ নয়।

তিনি বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট সবচেয়ে বেশি। আবার দেশে-দেশে যুদ্ধ-বিগ্রহ চাপিয়ে দেওয়া ও দাঙ্গা-ফাসাদ সৃষ্টির দিক দিয়েও যুক্তরাষ্ট্র শীর্ষে আছে। যুক্তরাষ্ট্রই বিশ্বের শান্তি ও নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি ব্রিটিশ সরকারকে চীন সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে এবং তথাকথিত ‘চীনা হুমকি তত্ত্ব’ প্রচারণা বন্ধ করতে আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি ব্রিটিশ সরকারের প্রকাশিত প্রতিরক্ষাবিষয়ক এক রিপোর্টে বলা হয়েছে,  চীন ও রাশিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে আগামী দু’বছর প্রতিরক্ষা বাজেট ৫ বিলিয়ন পাউন্ড বাড়ানোর পরিকল্পনা করেছে ব্রিটেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)