চীনা বাহিনী দেশের সার্বভৌমত্ব ও সামুদ্রিক অঞ্চল রক্ষায় সম্ভাব্য সবকিছু করবে: বেইজিং
2023-03-31 17:53:59

মার্চ ৩১: চীনের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও সামুদ্রিক অঞ্চল রক্ষায় সম্ভাব্য সবকিছু করবে ও সর্বোচ্চ শক্তি নিয়োজিত রাখবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্যে ফেই গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, উত্তর ও দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক তত্পরতা জোরদারে জাপান ও ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের সাম্প্রতিক উদ্বেগপ্রকাশ সম্পর্কে, এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার চেষ্টা করে আসছে। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সহযোগিতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল বলে চীন বিশ্বাস করে। কিন্তু, সাম্প্রতিককালে কয়েকটি দেশ স্নায়ুযুদ্ধের মানসিকতা ও জিরো-সাম-গেইম মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে, তথাকথিত ‘চীনা বলপ্রয়োগ’ ও ‘চীনা সামরিক হুমকি’-র মতো ভিত্তিহীন তত্ত্ব প্রচার করছে। এটা অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, তিয়াওইউ দ্বীপপুঞ্জ এবং আশেপাশের বিভিন্ন দ্বীপ চীনের অংশ। আর দক্ষিণ চীন সাগর ও এর সংলগ্ন জলসীমায় চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে। (ছাই/আলিম)