বেইজিংয়ে চীন-মার্কিন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যানের সাথে ওয়াং ই’র বৈঠক
2023-03-31 20:43:14

মার্চ ৩১: আজ (শুক্রবার) বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই, চীন-মার্কিন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান স্টিফেন অরলিন্সের সাথে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন-মার্কিন সম্পর্কে বর্তমানে টানাপড়েন চলছে। এই কমিটি এবং যুক্তরাষ্ট্রের যুক্তিবাদী মানুষেরা দু’দেশের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

ওয়াং ই জোর দিয়ে বলেন, চীনের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিমালার মধ্যে ভারসাম্য আছে এবং খোদ যুক্তরাষ্ট্রের ব্যাপারে চীনা নীতিও সামঞ্জস্যপূর্ণ। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্র তার চীননীতিতে বড় পরিবর্তন এনেছে; চীনের দিকে সবচেয়ে গুরুতর ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এ অবস্থায়, চীন-মার্কিন সম্পর্কের উন্নতির জন্য, যুক্তরাষ্ট্রের উচিত ইন্দোনেশিয়ার বালি-তে নেওয়া দুই রাষ্ট্রপ্রধানের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা, একটি যুক্তিবাদী ও বাস্তববাদী চীননীতিতে ফিরে আসা, এবং দমন ও নিয়ন্ত্রণের মতো ভ্রান্ত ও অদূরদর্শী আচরণ বন্ধ করা।

ওয়াং ই বলেন, তাইওয়ান ইস্যুকে সঠিকভাবে মোকাবিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল ‘এক-চীননীতি’, সবচেয়ে মৌলিক সমঝোতা হল ‘তিনটি চীন-মার্কিন যৌথ ইশতাহার’, এবং সবচেয়ে গুরুতর হুমকি হল ‘তাইওয়ানের স্বাধীনতা’। যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার কথা রাখতে হবে এবং চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি বজায় রাখতে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

এসময় অরলিন্স বলেন, তিনি সৌদি আরব, আরব আমিরাত ও ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ভূমিকা রাখায় চীনকে অভিনন্দন জানান। এই যুগান্তকারী কূটনীতি সফলভাবে একটি দায়িত্বশীল স্টেকহোল্ডার হিসাবে চীনের দায়িত্ববোধ ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন ঘটিয়েছে।

তিনি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণকে গভীরতর করার জন্য চীনের দৃঢ় প্রতিজ্ঞা প্রশংসাযোগ্য। অতিরিক্ত শুল্ক আরোপ করা বা বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন যুক্তরাষ্ট্র বা চীন—কারোর জন্যই কল্যাণকর হতে পারে না। বিশ্বও এতে ক্ষতিগ্রস্ত হবে। তাদের কমিটি মার্কিন-চীন আদান-প্রদান এবং মানুষে-মানুষে বিনিময়ের প্রচারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং মার্কিন-চীন পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। (ইয়াং/আলিম/ছাই)