নতুন প্রজন্মের ইন্টারনেটের দ্রুত উন্নয়ন- নতুন চালিকাশক্তি যোগাবে
2023-03-31 10:51:23

মার্চ ৩১: গতকাল (বৃহস্পতিবার) সকালে বো’আও এশিয়া ফোরামের ২০২৩ সালের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। বার্ষিক সম্মেলনের ‘আগামী প্রজন্মের ইন্টারনেট’ শাখা ফোরামে অংশগ্রহণকারী অতিথিরা আগামী প্রজন্মের ইন্টারনেটের উন্নয়ন প্রবণতা এবং ভবিষ্যত ইন্টারনেট প্রযুক্তি উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা করেছেন।

বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে ইন্টারনেট প্রযুক্তিরও বিবর্তন হচ্ছে। অতিথিরা বলেছেন, আগামী প্রজন্মের ইন্টারনেটের কয়েকটি মৌলিক প্রবণতা আছে। যেমন, তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত। ভবিষ্যতে নানা ধরনের এআই সেবা দেওয়া হবে।

এ ছাড়া ভবিষ্যতে ইন্টারনেটে আরো বেশি রিয়েল-টাইম ভিডিও ফ্রিকোয়েন্সি এবং দ্বিমুখী যোগাযোগের বিষয়বস্তু বিতরণ করবে। ডেটা ও বাস্তব দৃশ্যের সংমিশ্রণ হবে।

অতিথিরা আরো বলেন, ভবিষ্যতে ইন্টারনেট উন্নয়নের দক্ষতা এবং নেটওয়ার্ক সংযোগের কার্যকারিতা ব্যাপক উন্নতির ওপর নির্ভর করছে। সুতরাং ইন্টারনেটের ব্যবহারিক বিষয়ের পাশাপাশি ইন্টারনেটের অন্তর্নিহিত প্রযুক্তির গবেষণার ওপর আরো বেশি মনোযোগ দিতে হবে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)