চীনা আধুনিকায়ন বিশ্ব উন্নয়নে নতুন পথ দেখিয়েছে
2023-03-30 11:39:51

মার্চ ৩০: গতকাল (বুধবার) বো’আও এশিয়া ফোরামের ২০২৩ সালের বার্ষিক সম্মেলনের ‘চীনা আধুনিকায়ন’ শাখা ফোরামে অংশগ্রহণকারী অতিথিরা বলেছেন, চীনা আধুনিকায়ন ধারণা উত্থাপনের পর আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম ‘হট-টপিকে’ পরিণত হয়েছে। যা বিশ্ব উন্নয়নে নতুন পথ দেখিয়েছে।

 

অতিথিরা মনে করেন, চীনা আধুনিকায়ন একটি বড় বিষয়। যা এক ধরনের আত্মবিশ্বাসের প্রতিফলন। চীন নিজের আধুনিকায়ন বাস্তবায়ন করছে। অনেক উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় অসামান্য অবদান রেখেছে।

চীনা আধুনিকায়নের সফল অনুশীলনের মাধ্যমে অনেক উন্নয়নশীল দেশ নিজেদের বাস্তব অবস্থার যৌক্তিক উন্নয়ন পথ খুঁজতে পারবে এবং আধুনিকায়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চীনা নমুনা সরবরাহ করে।

অন্যদিকে, গতকাল (বুধবার) অনুষ্ঠিত বো’আও ফোরামের ‘বিশ্ব ভূ-রাজনীতি বিশ্লেষণ’ শাখা ফোরামে অংশগ্রহণকারী অতিথিরা মনে করেন, বর্তমান জটিল আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে চীনের উত্থাপিত বিশ্ব নিরাপত্তা উদ্যোগ বিশ্ব শান্তি ও নিরাপত্তা জোরদার করার জন্য ধারণা, পথনির্দেশনা ও কার্যক্রম সরবরাহ করেছে। উদ্যোগ-সংশ্লিষ্ট ধারণা ও মৌলিক নীতি বিভিন্ন পক্ষ যৌথভাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করে এবং এতদাঞ্চলের ধারাবাহিক সমৃদ্ধি বাস্তবায়নেও পথনির্দেশ করে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)