চীনের নতুন উন্নয়ন বিশ্বের জন্য নতুন সুযোগ বয়ে আনবে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2023-03-30 16:45:43

মার্চ ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনের নতুন উন্নয়ন বিশ্বের জন্য নতুন সুযোগ বয়ে আনবে।

তিনি বলেন, সম্প্রতি চীনের উন্নয়ন ফোরামের বার্ষিক সম্মেলন থেকে একাধিক ইতিবাচক সংকেত পাওয়া গেছে। চীনা অর্থনীতির দীর্ঘমেয়াদী উন্নয়নের সম্ভাবনা প্রবল এবং এ উন্নয়ন বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে যাবে।

মুখপাত্র মাও বলেন, এবারের সম্মেলনে সহযোগিতা নিয়ে বেশি আলোচনা হয়েছে এবং যৌথ কল্যাণকে সবচেয়ে বেশি প্রত্যাশিত বলে তুলে ধরা হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধারে মতৈক্য ও সহযোগিতা দরকার এবং চীন বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে উন্মুক্ত ও সহযোগিতার নতুন অধ্যায় উন্মোচন করতে ইচ্ছুক।

চীনা  শিল্পপ্রতিষ্ঠানের ওপর মার্কিন দমননীতি সম্পর্কে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বাজার অর্থনীতি এবং ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার নীতিতে সম্মান করে চলা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)