জাতিসংঘে কঙ্গো প্রজাতন্ত্রে সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাল চীন
2023-03-30 17:16:27

মার্চ ৩০: জাতিসংঘে চীনের প্রতিনিধি তাই পিং গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদের এক সভায়, কঙ্গো প্রজাতন্ত্রের সশস্ত্র পক্ষগুলোকে, সব ধরনের সহিংসতা বন্ধ করতে আহ্বান জানান।

তাই পিং বলেন, কঙ্গো প্রজাতন্ত্রের সরকার সাম্প্রতিককালে নিরাপত্তা খাতের সংস্কার, সশস্ত্র গ্রুপগুলোকে দমন, অর্থনৈতিক উন্নয়নের প্রচার, এবং সাধারণ নির্বাচনের জন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়েছে। তবে, সশস্ত্র গ্রুপগুলো পূর্ব কঙ্গোতে আক্রমণ অব্যাহত রেখেছে এবং সেখানকার নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এ অবস্থায় সহিংসতা বন্ধ হওয়া ও যুদ্ধবিরতি বাস্তবায়ন সর্বোচ্চ অগ্রাধিকার পাবার যোগ্য

তাই পিং বলেন, মার্চের শুরুতে সশস্ত্র গ্রুপ "এম২৩ আন্দোলন" যুদ্ধবিরতিতে যাওয়ার ও সংলাপে বসার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। চীন "এম২৩ আন্দোলন"-এর মতো সশস্ত্র গ্রুপগুলোকে তাদের প্রতিশ্রুতি আন্তরিকভাবে পূরণ করতে, সমস্ত সহিংস কার্যকলাপ বন্ধ করতে, এবং দখলকৃত এলাকা থেকে সরে আসতে আহ্বান জানাচ্ছে।

তাই পিং আরও বলেন, চীন আঞ্চলিক সংস্থাগুলোকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে উত্সাহিত করে, কঙ্গোতে জাতিসংঘের মিশনকে সমর্থন করে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সেদেশে মানবিক কার্যক্রম চালিয়ে যেতে আহ্বান জানায়। (ইয়াং/আলিম/ছাই)