যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশ: চীনা মুখপাত্র
2023-03-30 17:17:25

মার্চ ৩০: যুক্তরাষ্ট্রে নির্বিচারে আটকের ঘটনা বাড়ছে এবং দেশটি বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারীতে পরিণত হয়েছে। সম্প্রতি চীনের সরকারি সংবাদমাধ্যমে এ সত্য প্রকাশিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মাও নিং বলেন, নির্বিচারে আটক বলতে একটি দেশের সরকার কর্তৃক, যথাযথ ও ন্যায়বিচারের আইনি প্রক্রিয়া ছাড়াই মানুষকে গ্রেপ্তার বা আটক করাকে বোঝায়। এ ধরনের আটক অবৈধ। নির্বিচারে আটক থেকে মুক্ত থাকা মানুষের একটি মৌলিক অধিকার, যা জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির গুরুত্বপূর্ণ অংশ।  

মুখপাত্র জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে নিজের অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে খতিয়ে দেখার পরামর্শ দেয় চীন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে্র উচিত মানবাধিকার ইস্যু নিয়ে রাজনীতি বন্ধ করা এবং গণতন্ত্রের ব্যানারে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা। (ইয়াং/আলিম/ছাই)