চীনা বৈশিষ্ট্যময় অবাধ বাণিজ্যবন্দরের নির্মাণকাজ জোরদার করা হবে: লি ছিয়াং
2023-03-30 19:36:28

মার্চ ৩০: চীন সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়া অব্যাহত রাখবে এবং উচ্চমানের হাইনান অবাধ বাণিজ্যবন্দরের নির্মাণকাজ জোরদার করবে। চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (বুধবার) হাইনান পরিদর্শনকালে এ কথা বলেন।

তিনি বলেন, প্রভাবশালী ও চীনা বৈশিষ্ট্যময় অবাধ বাণিজ্যবন্দর নির্মাণকাজে গতি সঞ্চার করতে হবে। সফ্টওয়্যার ও হার্ডওয়্যার খাতে উন্নত হতে হবে, যাতে ২০২৫ সালের শেষ নাগাদ উচ্চমানের হাইনান অবাধ বাণিজ্যবন্দর প্রতিষ্ঠার কাজ শেষ করা যায়। (ছাই/আলিম)