বোয়াও এশিয়া ফোরামের বোর্ডসদস্যদের সাথে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক
2023-03-30 17:14:16

মার্চ ৩০: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (বুধবার) হাইনানে বোয়াও এশিয়া ফোরামের চেয়ারম্যান বান কি-মুন এবং অন্যান্য বোর্ডসদস্যের সাথে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, চলতি বছর ফোরামের বার্ষিক সভার মূল প্রতিপাদ্য "অনিশ্চিত বিশ্ব: চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্য ও সহযোগিতা; উন্নয়নের জন্য উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি"-তে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং মানবসমাজের অগ্রগতি ও উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে চীনের অর্থনীতি স্থিতিশীল আছে এবং ধীরে ধীরে তা পুনরুদ্ধার হচ্ছে। চীনের সরকার ম্যাক্রোনীতি বাস্তবায়নের মাধ্যমে, প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও পণ্যমূল্য স্থিতিশীল রাখবে; সংস্কারে অটল থাকবে; উন্মুক্তকরণ প্রক্রিয়া অব্যাহত রাখবে; ব্যবসার পরিবেশ আরও উন্নত করবে; এবং উচ্চ-মানের উন্নয়নের জন্য নতুন পদক্ষেপ নেবে।

চীনা প্র্রধানমন্ত্রী বলেন, ফোরাম তার মূল উদ্দেশ্য বাস্তবায়নে লেগে থাকবে, এশিয়া ও বিশ্বের মধ্যে মিথস্ক্রিয়াকে উন্নত করবে, বিশ্ব প্রশাসনব্যবস্থাকে শক্তিশালী করতে "বোয়াও পরিকল্পনা" অন্বেষণ করবে, এবং মানবজাতির জন্য একটি অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে সচেষ্ট থাকবে বলে বেইজিং আশা করে।

বৈঠকে বোর্ডসদস্যরা বলেন, চীনের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সংস্কার ও উন্মুক্তকরণ কার্যক্রম বিশ্বের জন্য স্বস্থির ব্যাপার। বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তাকে অভিন্ন উন্নয়নের সুযোগে পরিণত করতে, সব পক্ষই চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। (ইয়াং/আলিম/ছাই)