বার্ষিক উন্নয়নের লক্ষ্য অর্জনে চীন সক্ষম: চীনের প্রধানমন্ত্রী
2023-03-30 17:15:35

মার্চ ৩০: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (বুধবার) হাইনানের বোয়াও-এ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মহা-ব্যবস্থাপক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে বৈঠকে বলেন, তাঁর দেশ বার্ষিক উন্নয়নের লক্ষ্য অর্জনে সক্ষম।

লি ছিয়াং বলেন, চীনের একটি দৃঢ় অর্থনৈতিক ভিত্তি, উন্নয়নের বিস্তৃত সম্ভাবনা, এবং একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যত আছে। ভবিষ্যতে চীন সামগ্রিক-নীতি শক্তিশালী করবে, ভোগ ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর ওপর অধিক মনোযোগ দেবে, উন্মুক্তকরণ অব্যাহত রাখবে, এবং ঝুঁকি প্রতিরোধ ও হ্রাসের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাবে।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে বহুপাক্ষিকতা মেনে চলতে হবে এবং বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ-চেইনের নিরাপত্তা, স্থিতিশীলতা ও মসৃণতা বজায় রাখতে হবে। বৈশ্বিক শাসনব্যবস্থাকে আরও ন্যায্য ও যুক্তিসঙ্গত করার জন্য চীন আইএমএফ-এর সাথে সহযোগিতা চালিয়ে যেতে ইচ্ছুক।

এসসময় জর্জিয়েভা বলেন, চলতি বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনের অবদান এক-তৃতীয়াংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আইএমএফ বহুপাক্ষিকতার প্রতি চীনের আনুগত্য এবং উন্নয়নশীল দেশগুলিতে ঋণ-সংকট প্রতিরোধে তার গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে এবং চীনের সাথে সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক। (ইয়াং/আলিম/ছাই)