ছাই ইং ওয়েনের যুক্তরাষ্ট্র সফর নিয়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যের তীব্র সমালোচনা করল চীন
2023-03-30 16:47:10

মার্চ ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (বুধবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে, তাইওয়ানের ছাই ইং ওয়েনের যুক্তরাষ্ট্র সফর নিয়ে মার্কিন কর্মকর্তার সাম্প্রতিক নেতিবাচক বক্তব্যের, তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সরকারি পর্যায়ের যে-কোনো ধরনের বিনিময়ের বিরোধিতা করে চীন। তাইওয়ানের ক্ষমতাসীনরা কোনো অজুহাতেই যুক্তরাষ্ট্র সফর করতে পারেন না। এটা ‘এক-চীননীতি’র লঙ্ঘন।

মুখপাত্র বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের গোড়া থেকেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আসলে, যুক্তরাষ্ট্রই এই সমস্যার সৃষ্টিকারী।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সরকারের একজন কর্মকর্তা বলেন, ছাই ইং ওয়েনের প্রস্তাবিত যুক্তরাষ্ট্রে সফর নিয়ে চীনের ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ দেখানোর কিছুই নেই। (ওয়াং হাইমান/আলিম/ছাই)