চেক প্রজাতন্ত্রের স্পিকারের তাইওয়ান সফর সত্য বদলাতে পারবে না: চীনা মুখপাত্র
2023-03-29 18:41:12

মার্চ ২৯: চেক প্রজাতন্ত্রের সংসদের স্পিকারের আকস্মিক তাইওয়ান সফর এই সত্য বদলাতে পারবে না যে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। আজ (বুধবার) চীনের জাতীয় পরিষদের তাইওয়ান কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র চু ফেং লিয়ান।

তিনি বলেন, চেক প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট পক্ষকে তাইওয়ান ইস্যুতে অবিলম্বে ভুল কথা ও কাজ সংশোধন করতে এবং ‘এক-চীননীতি’ অনুসরণ করতে আহ্বান জানায় বেইজিং।

মুখপাত্র বলেন, তাইওয়ানের ক্ষমতাসীন ডিপিপি প্রশাসন বিভিন্ন দেশের চীনবিরোধী সংসদসদস্যদের প্ররোচিত করছে, যাতে তাঁরা ‘এক-চীননীতি’ লঙ্ঘন করে এবং বিনিময়ে দলটি তথাকথিত "স্বাধীনতার" প্রহসন মঞ্চস্থ করতে পারে। কিন্তু এসব কৌশল সত্যকে পরিবর্তন করতে পারবে না।

উল্লেখ্য, প্রকাশিত খবর অনুসারে, সম্প্রতি চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের স্পিকার আকস্মিকভাবে তাইওয়ান সফরে যান। (ইয়াং/আলিম/ছাই)