গ্যাসের চাহিদা ১৫ শতাংশ কমানোর লক্ষ্য ঠিক করেছে ইইউ
2023-03-29 18:41:47

মার্চ ২৯: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সদস্যদেশগুলো গতকাল (মঙ্গলবার) এই মর্মে এক রাজনৈতিক সমঝোতায় পৌঁছায় যে, প্রাকৃতিক গ্যাসের চাহিদা আগামী এক বছরের জন্য স্বেচ্ছায় ১৫ শতাংশ কমানো হবে।

ইইউ’র পালাক্রমিক সভাপতিরাষ্ট্র সুইডেনের জ্বালানি, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ইবা বুশ বলেছেন, ইইউ পুরোপুরি শক্তিসংকট থেকে রেহাই পায়নি এবং সদস্যদেশগুলোকে আগামী শীতের জন্য আগেভাগে প্রস্তুতি নিতে হবে। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত, ইইউ-তে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ১৯.৩ শতাংশ কমেছে।

প্রাকৃতিক গ্যাস সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গত বছরের জুলাই মাসে, ইইউ’র সদস্যরাষ্ট্রগুলো ২০২২ সালের পয়লা আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের চাহিদা ১৫ শতাংশ কমাতে সম্মত হয়েছিল।  (ইয়াং/আলিম/ছাই)