মার্কিন কংগ্রেসে তাইওয়ান-সম্পর্কিত বিল বাতিলের দাবি জানালো চীন
2023-03-29 18:38:49

মার্চ ২৯: মার্কিন কংগ্রেসে, নির্দিষ্ট কিছু লোকের প্ররোচনায় গৃহীত, তাইওয়ান-সম্পর্কিত বিলটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ ঐকমত্য ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়মের গুরুতর লঙ্ঘন এবং এটি চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সুস্পষ্ট চ্যালেঞ্জস্বরূপ। যুক্তরাষ্ট্রের উচিত এই বিল অবিলম্বে বাতিল করা। আজ (বুধবার) চীনের জাতীয় পরিষদের তাইওয়ান কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র চু ফেং লিয়ান এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বিশ্বে কেবল একটি চীন রয়েছে এবং তাইওয়ান সেই চীনের একটি অংশ। মার্কিন কংগ্রেসকে ‘এক-চীননীতি’ ও ‘তিনটি চীন-মার্কিন যৌথ ইশতেহার’ মেনে চলতে, তথাকথিত "তাইওয়ানের স্বাধীনতা"-কে সমর্থন না-করার মার্কিন প্রতিশ্রুতি পূরণ করতে, এবং অবিলম্বে প্রাসঙ্গিক বিলটি বাতিল করতে আহ্বান জানায় বেইজিং।

উল্লেখ্য, মার্কিন প্রতিনিধি পরিষদে সম্প্রতি তথাকথিত "তাইওয়ান আশ্বাস বাস্তবায়ন আইন" পাস হয়। এর ফলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র-তাইওয়ান বিনিময়ের ওপর বিধিনিষেধ বাতিল করতে হবে। (ইয়াং/আলিম/ছাই)