“টিকটক-কে ‘ট্রোজান হর্স’ আখ্যায়িত করে মার্কিন কর্মকর্তা আধিপত্যবাদী মনোভাবের পরিচয় দিয়েছেন”
2023-03-29 16:27:39

মার্চ ২৯: চীনের তৈরি অ্যাপ টিকটক-কে সম্প্রতি মার্কিন এক উচ্চপদস্থ কর্মকর্তা ‘কৌশলগত চ্যালেঞ্জ’ ও ‘ট্রোজান হর্স’ আখ্যায়িত করে আধিপত্যবাদী মনোভাবের পরিচয় দিয়েছেন।  গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের বিরূপ আচরণ কেবল যে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ও মার্কিন জনগণের স্বার্থের পরিপন্থি, তা নয়; বরং দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মর্যাদাহানি এবং এর ওপর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ব্যবসায়িক আস্থা নষ্টেরও কারণ।

মুখপাত্র বলেন, টিকটক সম্পর্কে চীনের অবস্থান আগেও ব্যাখ্যা করা হয়েছে। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই, টিকটকের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে মার্কিন প্রশাসন। এ ধরনের আচরণ বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার নিয়মনীতিরও সুস্পষ্ট লঙ্ঘন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)