সিরিয়ার মানবাধিকার ইস্যুতে মিথ্যাচারের সমালোচনা করলেন জাতিসংঘে চীনা প্রতিনিধি
2023-03-29 16:28:18

মার্চ ২৯: সিরিয়ার মানবাধিকার ইস্যুতে মিথ্যাচার করে যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর সমালোচনা করেছেন জাতিসংঘে চীনের প্রতিনিধি তাই পিং। তিনি গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদে সিরিয়ায় নিখোঁজ লোকদের সংখ্যা নিয়ে আয়োজিত এক সভায় দেশটির ওপর থেকে একতরফা অবরোধ তুলে নেওয়ারও দাবি জানান।

চীনা প্রতিনিধি বলেন, তাঁর দেশ সবসময় গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকার রক্ষার পক্ষে এবং মানবাধিকার নিয়ে রাজনীতি, দ্বৈতনীতি অনুসরণ, ও অসংযমের বিরোধিতা করে। চীনসহ অনেক দেশ ৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদে ‘সিরিয়ার মানবাধিকার অবস্থা’ শীর্ষক ২৩০ নম্বর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন চাইলে, সংশ্লিষ্ট দেশগুলোর উচিত আগে সিরিয়ার সার্বভৌমত্বকে সম্মান করা, দামেস্কের ওপর থেকে একতরফা অবরোধ তুলে নেওয়া, এবং দেশটির দুর্যোগত্তর পুনর্গঠনকাজে সাহায্য করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)